Tuesday, November 11, 2025

মমতা-অভিষেকের মেঘালয় সফরের মাঝেই আজ ভোটের নির্ঘন্ট ঘোষণা উত্তর-পূর্বের তিন রাজ্যে

Date:

নজরে বিধানসভা নির্বাচন(Assembly election)। এই মুহূর্তে মেঘালয় সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মেঘালয়ে তাঁদের এদিন ঠাসা কর্মসূচি রয়েছে। তারই মাঝে আজ, বুধবার নির্বাচন কমিশনের(EC) তরফে উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে।

আজ দুপুর ২.৩০ মিনিটে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ওই তিন রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দেবে কমিশন। নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরা বিধানসভার সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে একটি দল গত সপ্তাহে তিনটি উত্তর-পূর্বের রাজ্যে সফর করেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজ্য, কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে তিনটি রাজ্যের জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তাঁরা। তিনটি রাজ্যের রাজধানীতে হয় এই আলোচনা।

বর্তমানে, ত্রিপুরার জোট সরকারের মূল দল ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, গেরুয়া শিবিরের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অংশীদার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এবং ন্যাশনাল পিপলস পার্টি যথাক্রমে নাগাল্যান্ড এবং মেঘালয়ের সরকারের নেতৃত্বে রয়েছে।

Related articles

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version