Sunday, May 4, 2025

মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal)অভিযোগের প্রেক্ষিতে এবার হুগলি জেলার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার দুপুরে কলকাতার নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরা দেন কুন্তল। এর সঙ্গে তাপস মণ্ডলের প্রতিনিধিকেও ডেকে পাঠান হয়েছে বলে CBI-সূত্রে খবর।

কুন্তল ঘোষের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। অফলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভুয়ো লেনদেনের নথি সংক্রান্ত একাধিক তথ্য সিবিআই-এর কাছে এসে পৌঁছেছে। কুন্তলের সঙ্গে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ব্যাঙ্ক সংক্রান্ত নথি খতিয়ে দেখতে চায় CBI। কাদের কাছে নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছেছে তা কুন্তলের কাছ থেকে জানতে চাইবেন গোয়েন্দারা বলেই মনে করা হচ্ছে। তিনি কতজনকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, কোন কোন কলেজে তাঁর যোগাযোগ রয়েছে এবং বিকাশ ভবনে তিনি কাকে কাকে চেনেন এইসব প্রশ্নই করা হবে তাঁকে। এর পাশাপাশি তাপস মণ্ডলের সঙ্গে তাঁর লেনদেনের বিস্তারিত জমা দিতে হবে তদন্তকারীদের কাছে। গত সপ্তাহে তাপস মণ্ডল দাবি করেন, হুগলির যুব তৃণমূল নেতা তথা যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ চাকরি দেওয়ার বিনিময়ে প্রায় ১৯.৫ কোটি টাকা তুলেছেন। সিবিআই সূত্রের খবর গত সপ্তাহে অন্তত ২ বার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন তিনি। যদিও বুধবার বিকেলের আগেই তিনি নিজাম প্যালেসে পৌঁছে যান বলেই খবর।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version