Sunday, May 4, 2025

নিজের অতীত মনে পড়েছে! “ভূত” সেজে কবিতায় আত্মসমালোচনা দলবদলু রুদ্রনীলের

Date:

গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি। যেখানে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন দিদির দূতেরা। যা নিয়ে দারুণ ইতিবাচক সাড়া পড়েছে। তৃণমূলের এমন মাস্টারস্ট্রোকে আতঙ্কিত বিজেপি-সহ বিরোধীরা। তৃণমূলের এমন কর্মসূচিতে একুশের বিধানসভা ভোটে হেরে ভূত হয়ে যাওয়া কিছু দলবদলুর হিংসায় গা জ্বলছে। সেই জ্বালা থেকে এবার কবিতা পোস্ট করলেন দলবদলু বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁর কবিতা
”দুয়ারে ভূত”।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন রুদ্রনীল ঘোষ। ক্যাপশনে লেখেন, ”দুয়ারে ভূত”। গোটা কবিতা জুড়ে একাধিক শব্দ ব্যবহার করেছেন রুদ্রনীল। যেমন- ”বাংলা জুড়ে ঘুরছে ভূতেরা”, “পঞ্চায়েতের জল মাপতে দুয়ারে দুয়ারে ভূতেরা ঘুরছে”, বলেও বিদ্রুপ করেন তিনি। ”ভূতেদের রানি দিয়েছিল বাণী উন্নয়নের ঢেউ, ঢপের ঢেউয়ে ডুবেছে সবাই বাকি পড়ে নেই কেউ”!

বঙ্গ রাজনীতির ময়দানে রুদ্রনীল ঘোষ “দলবদলু”, “গিরগিটি” নামেই পরিচিত। একসময়ে বামেদের সমর্থক ছিলেন। এরপর তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য এসে সরকারি দফতরে মোটা অঙ্কের বেতনের চাকরির পাশাপাশি অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন। এরপর বিজেপিতে এসে ভোটের টিকিট পেয়েছেন । ক্ষমতার অলিন্দে থাকতেই ভালোবাসেন রুদ্রনীল। ফলে সুবিধাবাদী এই বিজেপি নেতার আচমকা অতীত মনে পড়েছে। সেই জায়গা থেকে তিনি কবিতা লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্যর ঝড় বইছে।

বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। রুদ্রনীলের এই কবিতা সম্পর্কে তাঁর মূল্যায়ন, “আত্মসমালোচনা করেছেন রুদ্রনীল। একটা সময় দিদির সঙ্গে ছিলেন, অনেক কমিটিতেও ছিলেন। অনেক কিছু পেয়েছেন, তাই আত্মসমালোচনা করেছেন। কবিরা অনেক সময় আত্মসমালোচনা করেন। আয়নার সামনে বসে, আয়নার দিকে তাকিয়ে কবিতা লেখেন। তারপর যে কবিতাটা বেরোয়, আমার ধারণা রুদ্র সেই ধরনের কিছু একটা লিখেছে।”

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...
Exit mobile version