Sunday, August 24, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam)সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর ৩ টে নাগাদ নিজাম প্যালেসে (Nizam Palace)হাজিরা দেন হুগলি তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তাঁর বিরুদ্ধে বেআইনি শিক্ষক নিয়োগের প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুন্তলকে ডেকে পাঠানো হয়েছিল। এক ঘণ্টা সেখানে থাকার পর বিকেলেই নিজাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কুন্তল (Kuntal Ghosh)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন,”আমি যদি টাকা নিতাম, সিবিআই (CBI)কি এত সহজে আমাকে ছেড়ে দিত?”

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল অভিযোগ করে বলেন যে কুন্তল ঘোষ চাকরি দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়েছেন। কিন্তু শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও কী করে কুন্তল ঘোষের নাম জুড়ল এই ঘটনায় তা নিয়ে আলোচনা করতে শুরু করেছে রাজনৈতিক মহল। তাপস মণ্ডল (Tapas Mondal) প্রাথমিক দাবি ছিল, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল। পরে তিনি বলেন ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন কুন্তল। এখানেই শেষ নয় এই সংক্রান্ত নথিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন।এর উত্তরে কুন্তল ঘোষ বলেন তাপস মণ্ডলের কথার কোনও গুরুত্ব তাঁর কাছে নেই। তিনি সিবিআই- এর ডাকে হাজির হয়েছিলেন এবং প্রয়োজনে ডাকলে আবার তিনি আসতে পারেন।

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version