ভাগবতের সঙ্গে সাক্ষাৎ দুই বিশিষ্ট শিল্পীর, কী নিয়ে আলোচনা?

ছ’দিনের সফরে আজ কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আগামী সোমবার পর্যন্ত থাকবেন ভাগবত। বৃহস্পতিবার দেখা করবেন সমাজের বিশিষ্টজনদের সঙ্গে। সেই তালিকায় রয়েছেন বাংলার দুই নামী ধ্রুপদী শিল্পী রাশিদ খান এবং তেজেন্দ্রনারায়ণ মজুমদার। দু’জনেই জানিয়েছেন বৈঠকে যোগ দেওয়ার ইচ্ছে রয়েছে। যদিও নিশ্চিত যাবেন কিনা সেব্যাপারে এখনও স্পষ্ট করে কিছুই জানাননি তাঁরা।



আরও পড়ুন:নজরে চব্বিশ! ফের নাড্ডাতেই ভরসা বিজেপির শীর্ষ নেতৃত্বের

বুধবার রাতে কলকাতায় এসে আগামী সোমবার পর্যন্ত থাকবেন ভাগবত।আগামিকালই সাক্ষাৎ করবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েক জন প্রতিষ্ঠিত ব্যক্তির সঙ্গে। শেষ দিন শহিদ মিনারে হবে সঙ্ঘের প্রকাশ্য কর্মসূচি। বাকি তিন দিন সাংগঠনিক বৈঠক। আরএসএস সূত্রে জানা গিয়েছে, শহিদ মিনার ছাড়া বাকি কর্মসূচির সবটাই রুদ্ধদ্বার।

এরমধ্যেই ভাগবতের বৃহস্পতিবারের কর্মসূচি নিয়ে জল্পনা ছড়িয়েছে। সঙ্ঘের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সঙ্গে কলকাতায় দেখা করবেন ভাগবত। গোটাটাই হবে রুদ্ধদ্বার। সেই কর্মসূচি কোথায় হবে বা কারা আসবেন সে ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছুই বলা হয়নি। সঙ্ঘের পূর্বক্ষেত্রের সঙ্ঘচালক অজয়কুমার নন্দী বলেন, ‘‘আমরা অনেককে আমন্ত্রণ জানিয়েছি। তাঁরা কে কে আসবেন, সেটা বুধবারের আগে জানা যাবে না। আশা করা হচ্ছে ২৫ থেকে ৩০ জন উপস্থিত থাকবেন।’’

সঙ্ঘের তরফে জানানো হয়েছে, গত কয়েক বছরে পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিতদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেছেন ভাগবত। সঙ্ঘ নিয়ে আলোচনা করেছেন। এ বার তাঁদেরই একসঙ্গে কলকাতায় আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, সব বৈঠক কলকাতার সদর দফতর কেশব ভবনে হলেও ওই কর্মসূচিটি অন্য কোথাও হবে।