Thursday, November 13, 2025

রাজধানীর ছায়া বেঙ্গালুরুতে, বৃদ্ধকে এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল বাইক

Date:

রাজধানীর নৃশংস ঘটনার রেশ এখনো কাটেনি, এরই মাঝে বেঙ্গালুরুতে(Bengaluru) ঘটলো দিল্লির(Delhi) ঘটনার পুনরাবৃত্তি। বৃদ্ধকে স্কুটারে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে গেল বাইকারোহী। ভয়াবহ এই ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত বাইক আরোহীকে ইতিমধ্যেই গ্রেফতার(arrest) করেছে পুলিশ(police)।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্কুটারের পেছনের অংশ ধরে রয়েছেন এক বৃদ্ধ। গোটা শরীর রাস্তায় ছেঁচড়ে চলে যাচ্ছে। ওই অবস্থাতেই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে স্কুটার চালাচ্ছে বছর ২৫ এর এক যুবক। এই ছবি পথ চলতি মানুষের নজরে আসতে এক অটো ও বাইক আরোহী স্কুটারের পিছু ধাওয়া করে তাকে আটকায়। স্কুটি চালক থামার পর আশ্চর্যজনকভাবে স্কুটি ছেড়ে উঠে দাঁড়ান ওই বৃদ্ধ। শুরু হয় স্কুটি আরোহীর সঙ্গে পথচারীদের তর্কাতর্কি। শেষপর্যন্ত ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ।

জানা গিয়েছে, একটি এসইউভি গাড়িতে ধাক্কা মেরেছিলেন ওই বাইক আরোহী যুবক। ধাক্কা দেওয়ার পরও তিনি পালানোর চেষ্টা করেন। সেইসময় গাড়ি থেকে নেমে ওই স্কুটির পেছনের অংশ টেনে ধরেন গাড়ির বৃদ্ধ চালক। আর তখনই ওই বৃদ্ধকে টানতে টানতে প্রবল গতিতে দৌড়তে থাকে স্কুটিটি। উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনে ১ জানুয়ারি কিছুটা হলেও ঠিক এমনই ঘটনার সাক্ষী থেকে ছিল গোটা দেশ। ১ জানুয়ারির রাতে দিল্লির সুলতানপুরী এলাকায় এক যুবতীর স্কুটিতে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়ির চাকায় জড়িয়ে থাকা অবস্থাতেই ১২ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয় যুবতীকে। ঘটনার জেরে মৃত্যু হয় তাঁর।

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version