Wednesday, November 12, 2025

বঙ্গ বিজেপির কোন্দল মেটাতে হিমশিম নাড্ডা, পাত্তা দিচ্ছে না শাসকদল

Date:

নদিয়ার বেথুয়াডহরিতে জনসংযোগ অভিযানে বৃহস্পতিবার অংশ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য সফরে এসে এদিন মায়াপুর ইস্কন মন্দিরে পুজো দেন তিনি। তারপরে বেথুয়াডহরিতে জনসভা থেকে তিনি বলেন, ২০২২-এ ৫৭ শতাংশ মোবাইল ভারতে তৈরি হয়। অ্যাপল মোবাইলেও লেখা থাকে মেড ইন ইন্ডিয়া। ভারত আজ বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রফতানি করছে। প্রতিরক্ষা দফতরে আগে প্রচুর দুর্নীতি হত। ডুবোজাহাজ কিনতে দুর্নীতি, হেলিকপ্টার কিনতে দুর্নীতি হত। এখন ভারত বিভিন্ন দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করছে।

এদিন নাড্ডা আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি নিজেই বলেছেন দুর্নীতিগ্রস্থদের কাউকে ছাড়া হবে না, প্রত্যেককে জেলে ঢোকানো হবে। শুভেন্দু অধিকারী যদি বিচারের মাধ্যমে স্বস্তি পান, তাহলে বিচারপতির বিরুদ্ধেই আন্দোলন হয়।

তিনি বলেন, রাজনীতিতে চিরস্থায়ী কেউ হয় না। আগে সিপিএম ছিল। ভবিষ্যতে বাংলার মানুষ বিজেপিকে দেখতে চাইছে।নাড্ডার এই বক্তব্য প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব‌্য, বিজেপি সভাপতির বাংলায় আসা নিয়ে আমরা ভাবছি না। উনি নিজের রাজ‌্য হিমাচলে বিজেপি সরকারকে ক্ষমতায় ধরে রাখতে পারেননি। শীতের সময় পর্যটনের জন‌্য খুব ভাল। এই সময় চিড়িয়াখানার পুকুরে ও সাঁতরাগাছির ঝিলে প্রচুর পরিযায়ী পাখি আসে। উনি তেমনই একটা পরিযায়ী পাখি।

রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার বলেছেন, ২৫টি লোকসভা আসনে জেতার টার্গেট নিয়ে এগোচ্ছে বিজেপি। যদিও প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষ তার সঙ্গে একমত নন। তাঁর বক্তব‌্য, রাজ‌্য সভাপতি একটা টার্গেট রেখেছেন। বাকিরা সেই লক্ষ‌্য পূরণের জন‌্য লড়বেন। তবে ২৫টি আসনে জেতার কথা বলা হচ্ছে, সেটা ৩০টিও হতে পারে।জানা গিয়েছে, লোকসভা ও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আগামী কর্মসূচি ও দলের রণকৌশল কী হবে, তা নিয়ে বৃহস্পতিবারই সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষদের একপ্রস্থ গাইডলাইন দেন জে পি নাড্ডা।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version