Saturday, August 23, 2025

ফেক নিউজ যাচাইয়ের ক্ষমতা শুধুই কেন্দ্রের! নয়া খসড়ার বিরোধিতায় সরব এডিটর্স গিল্ড

Date:

ফেক নিউজ(Fake NEWS) নিয়ে সম্প্রতি কেন্দ্রের(Central) তরফে নয়া খসড়া তৈরি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ভুয়ো খবর চিহ্নিত করার ক্ষমতা থাকবে শুধু মাত্র কেন্দ্রের হাতে। ফেক নিউজ সংক্রান্ত সরকারের নয়া এই খসড়া নিয়ে তীব্র আপত্তি জানালো এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া(Editors Gild of India)। তাঁদের অভিযোগ, ফেক নিউজ নিয়ে নয়া নির্দেশিকা জারি করে আসলে সংবাদমাধ্যমের স্বাধীনতা ছিনিয়ে নিতে চাইছে সরকার।

কেন্দ্রের ইলেকট্রনিক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ওয়েবসাইটে সম্প্রতি ফেক নিউজ নিয়ে এক খড়সা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, কেন্দ্র সরকার সংক্রান্ত যে কোনও খবর সঠিক কিনা সেটা যাচাই করার অধিকার থাকবে শুধু প্রেস ইনফরমেশন ব্যুরোর হাতে। যার অর্থ এই নীতি কার্যকর হলে যে কোনও খবরকে ভুয়ো বলে দাগিয়ে দিতে পারবে পিআইবি(PIB)। এক্ষেত্রে জবাবদিহি করতে হবে না কাউকে। আর ভুয়ো বলে কোনও খবরকে একবার দাগিয়ে দেওয়া হলে সঙ্গে সঙ্গে সেটা মুছে দিতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

কেন্দ্রের এহেন বিজ্ঞপ্তির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে গিল্ডের তরফে জানানো হয়েছে, কোনটা ভুয়ো খবর সেটা নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের অধীন PIB-র হাতে থাকতে পারে না। সেটা হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে। গিল্ড বলছে, এটা হলে কেন্দ্র সরকারের যথাযথ সমালোচনাতেও বাধা দেওয়া হবে। কোনও কিছুর জন্য সরকারকে কাঠগড়ায় তোলার অধিকারও হারাবে সংবাদমাধ্যম (Press Media)। গিল্ডের আরও বক্তব্য, ফেক নিউজ নির্ধারণ করার জন্য ইতিমধ্যেই দেশে বেশ কয়েকটি আইন আছে। যে আইনের মাধ্যমে কোনও খবর ভুয়ো বা আংশিকভাবে ভুল হলে, সেটা শনাক্ত করে দেওয়া যায়। নতুন এই খসড়া কার্যকর হলে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সহজ হয়ে যাবে। এর ফলে অনলাইন নিউজ পোর্টালগুলির সংবাদ পরিবেশনে সরাসরি হস্তক্ষেপ করার অধিকার পেয়ে যাবে সরকার।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version