Monday, November 10, 2025

আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিণী চা-বাগানের মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সরকারি অনুষ্ঠানে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই তিন জেলার প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তাকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। এ ছাড়াও এই তিন জেলায় বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। তার মধ্যে আলিপুরদুয়ারে প্রস্তাবিত আদালত ভবনের শিলান্যাস, জয়গাঁয় স্টেডিয়ামের উদ্বোধন অন্যতম। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রায় পনেরো হাজার মানুষকে কম্বল বিতরণ করা হবে। এছাড়াও তোর্সা, মুজনাই ও ঢেকলাপাড়া চা-বাগানের ১১২৭টি শ্রমিক পরিবারের হাতে, তাঁর স্বপ্নের প্রকল্প চা-সুন্দরী আবাস যোজনার চাবি তুলে দেবার কথাও আছে মুখ্যমন্ত্রীর।


আরও পড়ুন:গুয়াহাটি থেকে গোটা উত্তর-পূর্ব চালাচ্ছেন একজন, মেঘালয়ে মমতার নিশানায় হিমন্ত বিশ্বশর্মা



বুধবার সকালে আলিপুরদুয়ারের হাসিমারা থেকে আকাশপথে মেঘালয় পৌঁছে, সেখানে একটি নির্বাচনী জনসভা সেরে ফের বিকেলে হাসিমারা পৌঁছন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড থেকে সোজা চলে যান হাসিমারা গুরুদ্বারে। সেখানে অভিষেককে সঙ্গে নিয়ে প্রার্থনা সারেন তিনি। তারপর নিজেই সেখানকার প্রসাদ হালুয়া চেয়ে গ্রহণ করেন। তারপর মালঙ্গী লজে রওনা দেন। মুখ্যমন্ত্রীর সফরের খবর পেয়ে, বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর কল্পতরু রূপ দেখতে অধীর আগ্রহে তিন জেলার বাসিন্দারা। গত বুধবার হাসিমারায় পৌঁছে চা-শ্রমিকদের বাড়িতে গিয়ে তাঁদের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version