ফের রাজ্যের মুকুটে নয়া পালক, স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্যের MSME দফতর

রাজ্য সরকারকে সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বার ‘স্কচ অ্যাওয়ার্ড গোল্ডেন’ পেল রাজ্যের অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর। বঙ্গশ্রী প্রকল্পেের বাংলার আর এক সরকারি সংস্থা তন্তুজের মাধ্যমে স্কুল ইউনিফর্ম সরবরাহ করার জন্যই মিললো এই অ্যাওয়ার্ড।

স্কচ ফাউন্ডেশন আর্থ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার দিয়ে থাকে। ইন্ডিয়াজ অনেস্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাওয়ার্ড হিসেবেই এই পুরস্কার চিহ্নিত।

এর আগেও রাজ্য সরকারের লক্ষী ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী এবং পরিবহণ দফতরের ই-বাস পরিষেবা-সহ একাধিক দফতর এই পুরস্কার পেয়েছে। স্কচ আওয়ার্ড দেওয়ার সময় সারা দেশের নিরীখে তন্তুজের পারফরমেন্স দেখে অভিভুত। এজন্য তাদের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন’ তুলে দিল।

আরও পড়ুন- হাইপ্রোফাইল হাতেখড়ি! সরস্বতীপুজোয় ‘অ-আ-ক-খ’ লিখবেন রাজ্যপাল, সাক্ষী মুখ্যমন্ত্রী

 

 

Previous articleহাইপ্রোফাইল হাতেখড়ি! সরস্বতীপুজোয় ‘অ-আ-ক-খ’ লিখবেন রাজ্যপাল, সাক্ষী মুখ্যমন্ত্রী
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ