Friday, August 22, 2025

বড় রান করেও ঈশানকে বসে থাকতে হয়েছে কেন? প্রশ্ন রোহিতের, মজার উত্তর ঈশানের

Date:

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর এক সাক্ষাৎকারের মাতেন শুভমন গিল-রোহিত শর্মা এবং ঈশান কিষান। সেই সাক্ষাৎকারে যেমন রোহিতের সামনে খুনসুটিতে মাতেন ঈশান-শুভমন। তেমনই ইশানকে নিয়ে মজার প্রশ্ন করেন রোহিত। সেই ভিডিও প্রকাশ করল বিসিসিআই।

গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত দ্বিশতরান করার পরেও কয়েকটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি ঈশান। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে সুযোগ পান ঈশান। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন ২০০ করার পরেও ঈশানকে বসে থাকতে হয়েছে? এই নিয়ে ম্যাচের পর জবাব দেন খোদ ঈশানই।

বিসিসিআই টিভিতে একে অপরের সঙ্গে কথা বলেন রোহিত শর্মা, ঈশান কিশান ও শুভমন গিল। সেই আলাপচারিতায় রোহিত ঈশানকে জিজ্ঞেস করেন, “২০০ করার পরেও কেন তিন ম্যাচ বসে থাকতে হয়েছে তাঁকে? এর জবাবে সঙ্গে সঙ্গে ঈশান উত্তর দেন, “দাদা আপনিই তো বলবেন, আপনিই তো অধিনায়ক।” আর এই জবাব শুনে হাসিতে ফেটে পড়েন রোহিত ও শুভমন।

এখানেই শেষ নয়, রোহিততের সামনে খুনসুটিতে মাতেন শুভমন-ঈশান। ঈশানের বিরুদ্ধে রাতে ঘুমোতে না দেওয়ার অভিযোগ তুললেন শুভমন। প্রথমে রোহিত কথা বলেন শুভমনের সঙ্গে। তার পরেই ঈশান বলে ওঠেন, “শুভমনকে আমারও একটা প্রশ্ন আছে। ম্যাচের আগে কী ভাবে প্রস্তুতি নাও?” রোহিত সঙ্গে সঙ্গে ঈশানকে থামিয়ে বলেন, “তোমারই তো সেটা বেশি ভাল জানার কথা। তোমরা তো একই সঙ্গে থাকো। তারপরে ঈশানের প্রশ্নের উত্তরে শুভমন বলতে থাকেন, ম্যাচের আগে আমার যাবতীয় প্রস্তুতি ভঙ্গ করে দেয় ঈশান। কিছুতেই ঘুমোতে দেয় না। কোনও দিন ইয়ারফোন ব্যবহার করে না। সারাক্ষণ ফোনে জোরে আওয়াজ দিয়ে সিনেমা দেখে। ওকে আমি গালিগালাজ করে বলি আওয়াজ কম কর, বা ইয়ারফোন লাগিয়ে নে। ও তখনই বলে, ‘তুই আমার ঘরে শুতে এসেছিস। তাই আমার ইচ্ছানুযায়ী চলবি।’ রোজ আমাদের মধ্যে এই নিয়ে ঝগড়া হয়।” শুভমন থামতে না থামতেই ঈশান বলে ওঠেন, “আমরা একঘরে থাকি বলেই তো আমার পরে তুই দ্বিশতরান করে ফেললি।”

আরও পড়ুন:আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ বিরাট উন্নতি কোহলির


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version