Sunday, May 4, 2025

বড় রান করেও ঈশানকে বসে থাকতে হয়েছে কেন? প্রশ্ন রোহিতের, মজার উত্তর ঈশানের

Date:

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর এক সাক্ষাৎকারের মাতেন শুভমন গিল-রোহিত শর্মা এবং ঈশান কিষান। সেই সাক্ষাৎকারে যেমন রোহিতের সামনে খুনসুটিতে মাতেন ঈশান-শুভমন। তেমনই ইশানকে নিয়ে মজার প্রশ্ন করেন রোহিত। সেই ভিডিও প্রকাশ করল বিসিসিআই।

গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত দ্বিশতরান করার পরেও কয়েকটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি ঈশান। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে সুযোগ পান ঈশান। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন ২০০ করার পরেও ঈশানকে বসে থাকতে হয়েছে? এই নিয়ে ম্যাচের পর জবাব দেন খোদ ঈশানই।

বিসিসিআই টিভিতে একে অপরের সঙ্গে কথা বলেন রোহিত শর্মা, ঈশান কিশান ও শুভমন গিল। সেই আলাপচারিতায় রোহিত ঈশানকে জিজ্ঞেস করেন, “২০০ করার পরেও কেন তিন ম্যাচ বসে থাকতে হয়েছে তাঁকে? এর জবাবে সঙ্গে সঙ্গে ঈশান উত্তর দেন, “দাদা আপনিই তো বলবেন, আপনিই তো অধিনায়ক।” আর এই জবাব শুনে হাসিতে ফেটে পড়েন রোহিত ও শুভমন।

এখানেই শেষ নয়, রোহিততের সামনে খুনসুটিতে মাতেন শুভমন-ঈশান। ঈশানের বিরুদ্ধে রাতে ঘুমোতে না দেওয়ার অভিযোগ তুললেন শুভমন। প্রথমে রোহিত কথা বলেন শুভমনের সঙ্গে। তার পরেই ঈশান বলে ওঠেন, “শুভমনকে আমারও একটা প্রশ্ন আছে। ম্যাচের আগে কী ভাবে প্রস্তুতি নাও?” রোহিত সঙ্গে সঙ্গে ঈশানকে থামিয়ে বলেন, “তোমারই তো সেটা বেশি ভাল জানার কথা। তোমরা তো একই সঙ্গে থাকো। তারপরে ঈশানের প্রশ্নের উত্তরে শুভমন বলতে থাকেন, ম্যাচের আগে আমার যাবতীয় প্রস্তুতি ভঙ্গ করে দেয় ঈশান। কিছুতেই ঘুমোতে দেয় না। কোনও দিন ইয়ারফোন ব্যবহার করে না। সারাক্ষণ ফোনে জোরে আওয়াজ দিয়ে সিনেমা দেখে। ওকে আমি গালিগালাজ করে বলি আওয়াজ কম কর, বা ইয়ারফোন লাগিয়ে নে। ও তখনই বলে, ‘তুই আমার ঘরে শুতে এসেছিস। তাই আমার ইচ্ছানুযায়ী চলবি।’ রোজ আমাদের মধ্যে এই নিয়ে ঝগড়া হয়।” শুভমন থামতে না থামতেই ঈশান বলে ওঠেন, “আমরা একঘরে থাকি বলেই তো আমার পরে তুই দ্বিশতরান করে ফেললি।”

আরও পড়ুন:আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ বিরাট উন্নতি কোহলির


Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...
Exit mobile version