Monday, May 5, 2025

ঝালদা পুরসভার আপাত চেয়ারপার্সন পূর্ণিমাই, শীলার কাউন্সিলর পদে স্থগিতাদেশ হাই কোর্টের  

Date:

ঝালদা পুরসভার (Jhalda Municipality) আপাতত চেয়ারপার্সন (Chair Person) থাকছেন পূর্ণিমা কান্দুই (Purnima Kandu)। পূর্ণিমাকেই আপাতত চেয়ারপার্সন হিসাবে কাজ চালানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (CalcuttaHigh Court)। শুক্রবার এমনই রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা। অন্যদিকে শীলা চট্টোপাধ্যায়ের (Sheela Chatterjee) কাউন্সিলর (Councilor) পদ খারিজের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। আগামী ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

কলকাতা হাই কোর্ট শুক্রবার সাফ জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ণিমা কান্দুই চেয়ারম্যান পদে থাকবেন। আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত পুরপ্রধান হিসেবে তিনিই কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি শীলা চট্টপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজের যে নির্দেশিকা ছিল সেটায় স্থগিতাদেশ এবং সুদীপ কর্মকারকে (Sudip Karmakar) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার নির্দেশেও এদিন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

গত ১৯ জানুয়ারি দলবিরোধী কাজের অভিযোগে শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করে দেন ঝালদার মহকুমা শাসক। আর তার এক ঘণ্টার মধ্যেই সুদীপ কর্মকারকে নয়া পুরপ্রধান হিসাবে ঘোষণা করে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। এরপরই শীলা চট্টোপাধ্যায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলারই শুনানি ছিল। এদিন হাইকোর্টের নির্দেশের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আইন আইনের পথে চলবে। আদালত যখন দায়িত্ব দিয়েছে, তখন তাঁকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version