Saturday, May 3, 2025

‘মডেলার বেছে ক্রিকেট খেলান’ সারফারাজকে দলে না নেওয়ায় চেতন শর্মাদের এক হাত নিলেন গাভাস্কর

Date:

বর্তমানে ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন সারফারাজ খান। রঞ্জি ট্রফিতে একের পর এক শতরান হাঁকিয়ে চলেছেন তিনি। তবুও খুলছে না ভারতীয় দলের দরজা। আর এতেই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। আর সেই কারণেই এবার জাতীয় দলের নির্বাচকদের এক হাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, “সারফারাজ যখন শতরান করছেন তখন তিনি মাঠের বাইরে থাকছেন না, মাঠে থেকেই শতরান করছেন। এর থেকেই বোঝা যায় যে সারফারাজ ক্রিকেটের জন্য একদম ফিট। আপনারা যদি শুধুমাত্র পাতলা এবং সুঠাম চেহারার ছেলেদেরই খোঁজেন, তাহলে আপনাদের উচিত ফ্যাশন শোতে যাওয়া এবং কিছু মডেলদের নিয়ে এসে তাদের হাতে ব্যাট ও বল দিয়ে তাদের দলে যোগ করানো। আপনার কাছে সব ধরনের আকৃতির ক্রিকেটার রয়েছে। খেলোয়াড়ের চেহারা দিয়ে বিচার না করে, তাদের রান এবং উইকেট দিয়ে বিচার করা উচিৎ।”

এর আগে সারফারাজ নিজে জানিয়েছিলেন আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচে দলে সুযোগ না পেয়ে কেঁদেছিলেন তিনি। সারফারাজ বলেন, “যখন দল ঘোষণা হল এবং সেখানে আমার নাম ছিলনা, আমি সারা দিন বিষণ্ণ ছিলাম। আমরা যখন গুয়াহাটি থেকে দিল্লিতে যাচ্ছিলাম আমি সারাদিন একাকিত্ব অনুভব করছিলাম এবং আমি কেঁদেছিলাম।”

সারফারাজ বর্তমানে ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে একের পর এক শতরান করে চলেছেন তিনি। কিন্তু নিজের সেরা ফর্মে থেকেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না সারফারাজ। অনেকের মতে সারফারাজের জাতীয় দলে সুযোগ না পাওয়ার অন্যতম কারণ তাঁর বাড়তি ওজন। এবার সেই ইস্যুতেই সারফারাজের সমালোচকদের একহাত নিলেন গাভাস্কর। ধুয়ে দিলেন চেতন শর্মাদের।


Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version