Tuesday, November 4, 2025

জিজ্ঞাসাবাদে কিনারা করতে না পেরে এবার কুন্তল ঘোষের বাড়িতে ঢুকল ইডি

Date:

দু’বার জিজ্ঞাসাবাদের পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কোনও কিনারা করতে পারেনি সিবিআই। এবার হুগলির তৃণমূল যুবনেতার বাড়িতে পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটো দল নিউটাউনের চিনার পার্ক এলাকায় কুন্তলের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে বলে খবর।

আরও পড়ুন:ইচ্ছাপূরণ! মৃ*ত স্বামীর দেহ বাড়িতে আগলে রেখে ছেলেকে বিয়ে করাতে রাজি করালেন প্রৌঢ়া

প্রসঙ্গত, সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন কুন্তলের বিরুদ্ধে। সিবিআইয়ের দাবি, তাপস তাঁদের জানিয়েছেন যে, বেআইনি শিক্ষক নিয়োগের টাকা নিয়েছেল কুন্তল। সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য কুন্তলকে ডেকে পাঠানো হয়েছিল। বুধবার নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছেন কুন্তল।

বুধবার সিবিআই দফতরে বেশ কিছু নথি সঙ্গে নিয়ে হাজিরা দেন কুন্তল। এক ঘণ্টা থাকার পর বেরিয়ে যান। বুধবার দুপুরে নিজাম প্যালেসে এসেছিলেন তাপসের এক প্রতিনিধিও। নিজাম প্যালেস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছিলেন কুন্তল। তাঁর প্রশ্ন ছিল, ‘‘আমি যদি টাকা নিতাম, সিবিআই কি এত সহজে আমাকে ছেড়ে দিত?’’


এর পর বৃহস্পতিতেও কুন্তল নিজাম প্যালেসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।এবার রাত পোহাতেই কুন্তলের ফ্ল্যাটে পৌঁছল ইডি।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version