Tuesday, May 6, 2025

শিক্ষক বদলির ক্ষেত্রে প্রশাসনিক নির্দেশিকা মানতে হবে: কড়া নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর

Date:

Share post:

শিক্ষক বদলি মমলায় কড়া মন্তব্য কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)। শুক্রবার, এই মামলায় বিচারপতি নির্দেশ দেন, শিক্ষক (Teacher) বদলির ক্ষেত্রে প্রশাসনের যে নির্দেশিকা রয়েছে, তা মানতে হবে। প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী, পড়ুয়াদের স্বার্থে যে কোনও শিক্ষককে রাজ্যের যে কোনও জায়গায় বদলির করতে পারে শিক্ষা দফতর (Education Department)। এদিন, আদালতের পর্যবেক্ষণে বিচারপতি বসুর বলেন, ‘‘স্কুলে পড়ুয়া নেই। শিক্ষকরা স্কুলে যাচ্ছেন-আসছেন। এটা তো চলতে পারে না। কলকাতার শূন্য ছাত্র সংখ্যার স্কুলের শিক্ষককে হাওড়ার ছাত্র-পূর্ণ স্কুলে যেতেই হবে। এ বার থেকে ওই আইন প্রয়োগ করা হোক।’’ বিচারপতির মন্তব্য, কোনও জঙ্গলের আইন চলতে পারে না। যে যাঁর খুশি মতো কাজ করবেন, এটা সম্ভব নয়।

বদলি নিয়ে কোনও শিক্ষককে শিক্ষা দফতর নির্দেশ দিলে, তা সাতদিনের মধ্যে মানতে হবে। তা না হলে, সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা দফতর বিভাগীয় পদক্ষেপ করতে পারবে বলে মন্তব্য করেন বিচারপতি বসু।

কলকাতা হাই কোর্টে এক শিক্ষক বদলির আবেদনের প্রেক্ষিতে দেখা যায়, ওই স্কুলে কোনও অঙ্কের শিক্ষক নেই। এই ঘটনায় উদ্বেগ প্রকাশে করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (Soumndranath Mukharjee) উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘‘ভাবতে পেরেছেন কোনও স্কুলে অঙ্কের শিক্ষক নেই। আমার শুধু চিন্তা ছাত্রদের কী হচ্ছে? কী শেখানো হচ্ছে? অনেক হয়েছে, এ বার হাল ফেরানো দরকার।’’ এর উত্তরে এজি জানান, বদলি নিয়ে যে আইন আছে, তা তাঁরা বার বার তা প্রয়োগ করতে বলেছেন। কিন্তু অনেকে নানা অজুহাতে আদালতে আবেদন করে বদলি নেওয়া হয়। এরপরেই বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেন, কোনও জঙ্গলের আইন চলতে পারে না। যে যাঁর খুশি মতো কাজ করবেন, এটা সম্ভব নয়।

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...