Monday, August 25, 2025

আইনজীবীদের এজলাস বয়কট সরকারের পক্ষেই ক্ষ*তিকর! মন্তব্য বিচারপতি মান্থার

Date:

আইনজীবীদের এজলাস বয়কটের ঘটনা সরকারের জন্যই ক্ষতিকর! শুক্রবার এই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)। তাঁর অভিযোগ, ‘‘এ ভাবে চলতে পারে না! এটা সরকারের পক্ষেই ক্ষতি! সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে। সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়।’’

এই পরিস্থিতিতে এদিন আদালত অবমাননায় কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের হাজিরা মামলায় বিচারপতি মান্থার এজলাসে উপস্থিত হন অ্যাডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukharjee)। তিনি আদালতের কাছে আর্জি জানিয়ে বলেন, ‘‘বিষয়টি জেনে স্বেচ্ছায় এই মামলায় যুক্ত হয়েছি। আমাকে এক সপ্তাহ সময় দেওয়া হোক। আশা করি, তার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর হয়ে যাবে।’’

এরপরেই তাঁর এজলাসে সরকারি আইনজীবীদের একাংশের অনুপস্থিতির নিয়ে বিচারপতি মান্থা বলেন, ‘‘এখনও যে ভাবে অনেক মামলায় সরকারি আইনজীবীরা গরহাজির থাকছেন তাতে ক্ষতি হচ্ছে। আইনজীবীর অভাবে পুলিশ অফিসাররা হাজিরা দিয়ে নিজেদের বক্তব্য বলার চেষ্টা করছেন। কিন্তু এ তো চলতে পারে না! এটা প্রশাসনের পক্ষেই ক্ষতির।’’

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে ৯ জানুয়ারি প্রথম বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। পরে বার কাউন্সিলের কলকাতা শাখার সদস্যদের কয়েক জন বিচারপতি মান্থার এজলাস বয়কটের প্রস্তাব আনেন। এজলাসের সামনে অবস্থান বিক্ষোভ চলতে থাকে। এমনকী, বিচারপতি মান্থার এজলাস বয়কটের জন্য পোস্টারও পড়ে। আটকে যায় অনেক মামলার শুনানিও। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে তদন্ত শুরু করেছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’।

এদিন, রাজ্যের অ্যাডভোকেট জেনালেরেল ফের আবেদন করেন, “মামলায় অংশ নিন। আমার সমর্থন আছে। প্যানেল থেকে নাম বাদ গেলে কিছু করতে পারব না। মামলায় অংশ নিন। আমি নিজেও মামলায় অংশ নিয়েছি।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version