Sunday, November 9, 2025

যে বামপন্থীরা পর্ষদের টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’ নিয়ে এত চিৎকার করে গলা ফাটালেন, সেই বামেদের সংগঠন এবিটিএ টেস্ট পেপারে এবার ‘আজাদ কাশ্মীর’ এল কী করে! প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলেও। ‘আজাদ কাশ্মীর’ (Kashmir Controversy) বিতর্ক যেন কিছুতেই থামতেই চাইছে না। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের (Madhasiksha Parsad) প্রকাশিত টেস্ট পেপারেও (Test Paper)’আজাদ কাশ্মীরে’র ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়। সেই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয় শিক্ষা পর্ষদের তরফ থেকে। এবার সিপিএমের শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA)প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারে সেই ‘আজাদ কাশ্মীর’ (Kashmir Controversy) শব্দের উল্লেখ। দেখা যায় টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর কী’, এই প্রশ্ন রাখা হয়। সঠিক উত্তর লিখলে ২ নম্বর পাওয়া যাবে। বিষয়টি সামনে আসতেই ওই অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবিটিএ-এর তরফে।

সামনেই এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন পড়ুয়ারা। কিন্তু বারবার এই ধরণের ‘ভুল’ থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেই মনে করছেন অভিভাবক থেকে শুরু করে শিক্ষাবিদদের একাংশ। মধ্যশিক্ষা পর্ষদের পর এবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বামপন্থী শিক্ষক সংগঠন ABTA প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারেও সেই একই ভুল। মাধ্যমিকের (Madhyamik 2023) টেস্ট পেপারের প্রশ্নে পাকিস্তানের ভাষা কেন? উঠছে প্রশ্ন। যে শব্দবন্ধ এতটা স্পর্শকাতর,সেই ‘ আজাদ কাশ্মীর’ কীভাবে বইয়ের পাতায় উঠে আসছে তা নিয়েই জোরদার হচ্ছে সমালোচনা। এবিটিএ-এর তরফে সুকুমার পাইন বলেন, এটা একেবারেই কাঙ্খিত নয়। কীভাবে মডারেটরদের নজর এড়িয়ে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি এটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version