কলেজিয়াম নিয়ে কেন্দ্রীয় সরকারের সুর প্রাক্তন বিচারপতির গলায়। আর সেই মন্তব্যকে সমর্থন করে তাঁর সাক্ষাৎকার নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter Handle) শেয়ার করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তাঁর মতে, “জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করেন। জনপ্রতিনিধিরাও জনগণের স্বার্থে কাজ করেন।”
“বিচারকের কণ্ঠস্বর… এটাই ভারতীয় গণতন্ত্রের আসল সৌন্দর্য-সাফল্য। জনগণ তাঁদের প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের শাসন করেন। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের প্রতিনিধিত্ব করেন এবং আইন প্রণয়ন করেন। আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং আমাদের সংবিধান সর্বোচ্চ। এরপরেই কটাক্ষ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, ”যাঁরা জনাদেশকে মানেন না, তাঁরা আসলে নিজেদের সংবিধানের ঊর্ধ্বে দেখতে পছন্দ করেন।”
কলেজিয়াম- যা সুপ্রিম কোর্টের (Suprem Court) প্রধান বিচারপতি এবং প্রবীণ চার বিচারপতিকে নিয়ে গঠিত সেখানে সরকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আবেদন জানিয়ে এর আগে দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে চিঠি দিয়েছিলেন রিজিজু। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বরাবরই কলেজিয়াম ব্যবস্থার পক্ষে সওয়াল করেছেন। কেন্দ্রীয় সরকার বিচারবিভাগকে দখল করতে চাইছে বলে অভিযোগ জানিয়েছে বিরোধী দলগুলিও। এ সবের প্রেক্ষিতে রিজিজুর নয়া টুইটে এই সংঘাত আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞ মহলের।