Monday, August 25, 2025

যে বামপন্থীরা পর্ষদের টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’ নিয়ে এত চিৎকার করে গলা ফাটালেন, সেই বামেদের সংগঠন এবিটিএ টেস্ট পেপারে এবার ‘আজাদ কাশ্মীর’ এল কী করে! প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলেও। ‘আজাদ কাশ্মীর’ (Kashmir Controversy) বিতর্ক যেন কিছুতেই থামতেই চাইছে না। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের (Madhasiksha Parsad) প্রকাশিত টেস্ট পেপারেও (Test Paper)’আজাদ কাশ্মীরে’র ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়। সেই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয় শিক্ষা পর্ষদের তরফ থেকে। এবার সিপিএমের শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA)প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারে সেই ‘আজাদ কাশ্মীর’ (Kashmir Controversy) শব্দের উল্লেখ। দেখা যায় টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর কী’, এই প্রশ্ন রাখা হয়। সঠিক উত্তর লিখলে ২ নম্বর পাওয়া যাবে। বিষয়টি সামনে আসতেই ওই অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবিটিএ-এর তরফে।

সামনেই এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন পড়ুয়ারা। কিন্তু বারবার এই ধরণের ‘ভুল’ থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেই মনে করছেন অভিভাবক থেকে শুরু করে শিক্ষাবিদদের একাংশ। মধ্যশিক্ষা পর্ষদের পর এবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বামপন্থী শিক্ষক সংগঠন ABTA প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারেও সেই একই ভুল। মাধ্যমিকের (Madhyamik 2023) টেস্ট পেপারের প্রশ্নে পাকিস্তানের ভাষা কেন? উঠছে প্রশ্ন। যে শব্দবন্ধ এতটা স্পর্শকাতর,সেই ‘ আজাদ কাশ্মীর’ কীভাবে বইয়ের পাতায় উঠে আসছে তা নিয়েই জোরদার হচ্ছে সমালোচনা। এবিটিএ-এর তরফে সুকুমার পাইন বলেন, এটা একেবারেই কাঙ্খিত নয়। কীভাবে মডারেটরদের নজর এড়িয়ে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি এটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version