Tuesday, November 4, 2025

সরস্বতী পুজো করতে চেয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি TMCP-এর

Date:

সরস্বতী পুজো (Saraswati Puja) নিয়ে বিতর্ক থামছে না। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University Calcutta)টেন্ডার ডাকা নিয়ে সমালোচনা হয়েছিল। এবার বিতর্ক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University)পুজো নিয়ে। এই বছর সরস্বতী পুজো করার দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। ‘প্রেসিডেন্সি ক্যাম্পাসে কোনও ধর্মাচরণ হয় না’, দাবি প্রেসিডেন্সি কর্তৃপক্ষের। এরপরই শিক্ষা প্রতিষ্ঠানের গেটে পুজো করার কথা বলেন TMCP-এর সদস্যারা।

বিদ্যার দেবীর আরাধনা করতে চেয়ে ‘কড়া আপত্তি’র পড়লেন শাসকদলের ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সদস্যরা। বিদ্যাঙ্গনে বাগ দেবীর আরাধনা করতে গিয়ে বাধার মুখে পড়তে হল তাঁদের। যা নিয়ে নিন্দায় সরব শিক্ষামহলের একাংশ। টিএমসিপির সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী বলেন, ইতিমধ্য়েই এই নিয়ে একটি চিঠি প্রকাশ করা হয়েছে TMCP-এর তরফে। সেখানে স্পষ্টভাবে ডিন-এর কাছে পুজো করার আবেদন জানান হয়েছিল। কিন্তু তিনি চিঠিতে নট ভেরিভায়েড বলে লিখে দেন বলে অভিযোগ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান এই শিক্ষা প্রতিষ্ঠান ধর্মনিরপেক্ষ ভাবধারায় অনুপ্রাণিত , তাই কোনও পুজো করার অনুমতি দেওয়া যাবে না। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, পুজোর অনুমতি চেয়ে একাধিকবার চিঠি, ইমেল করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস অরুণকুমার মাইতিকে। কিন্তু প্রতিবারই চিঠিতে ‘কনটেন্ট নট ভেরিফায়েড’ বিষয়টি বাতিল করে দিয়েছেন তিনি। এরপরই ক্ষো*ভে ফেটে পড়েছে ছাত্রছাত্রীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে, এর মধ্যে নেতিবাচক কোনো মতামত থাকতে পারে কি? তাহলে কি সেক্যুলার ক্যাম্পাসের ধোঁয়াশার আড়ালে বাম সংঠনের চাপে নতিস্বীকার করছে কর্তৃপক্ষ সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version