Thursday, August 21, 2025

চব্বিশ ঘণ্টার মধ্যেই ‘পাঠান’ -এর পরিচয় পেলেন হিমন্ত বিশ্বশর্মা

Date:

দেশ জুড়ে বাড়ছে ‘পাঠান’ (Pathan) বিতর্ক। একটা গান কার্যত গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কিন্তু উন্মাদনার পারদ যত চড়েছে ততই অস্তাচলে বিতর্কের (Controversy)আঁচ। সামনেই ছবি মুক্তি, তাঁর আগে ফের শিরোনামে কিং খান। তবে এবার তাঁকে আলোচনায় নিয়ে এলেন অসমের মুখ্যমন্ত্রী (CM)হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswasharma)। তিনি বলছেন মধ্যরাতে তাঁকে ফোন করেন শাহরুখ খান (Shahrukh Khan)। এই নিয়ে তিনি টুইট করার পর থেকেই জোরদার হচ্ছে জল্পনা। ২৪ ঘন্টা আগেই তিনি জানিয়েছিলেন ” কে শাহরুখ খান? অসমের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় গোটা দেশে। তাঁর মন্তব্য করার পর সমালোচনার ঝড় ওঠে। এরপর মধ্যরাতে হঠাৎ টেলিফোন! হিমন্ত বিশ্বশর্মা ফোন রিসিভ করতেই অন্য প্রান্ত থেকে ভেসে আসে বলিউড (Bollywood)বাদশার গলা। ঘড়ির কাঁটায় তখন সময় রাত ২টো।

শাহরুখ খানের ফোন করার কথা নিজেই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হিমন্ত টুইটে লেখেন, “রাত দুটো নাগাদ বলিউড তারকা শাহরুখ খান আমাকে ফোন করেন। গুয়াহাটির ঘটনায় তিনি তাঁর উদ্বেগের কথা জানান আমাকে। আপাতত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

‘পাঠান’-এর ‘বেশরম রং’গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক। দেশের বিজেপি অধ্যুষিত রাজ্যগুলিতে এই গানটিকে নিয়ে নিন্দার ঝড় ওঠে। ছবি বয়কটের ডাক দেন বিজেপির নেতা মন্ত্রীরা। কিন্তু যত সময় এগিয়েছে ততই দাপট দেখিয়েছে ‘ পাঠান’ ম্যাজিক। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। অগ্রিম বুকিং-এর তালিকায় রেকর্ড গড়ার পথে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। কলকাতা সহ বিভিন্ন মেট্রো শহর গুলিতে ইতিমধ্যেই হাউস্ফুল বোর্ড ঝুলতে শুরু করেছে। পাঁচ বছর বড় পর্দায় কিং ক্যারিশ্মার ঝলক দেখেই কি পিছু হটতে বাধ্য হচ্ছেন বিজেপি নেতারা, এমনটাই মনে করছেন বাদশা ফ্যানেরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version