Friday, November 7, 2025

শ্রদ্ধা-কাণ্ডের ছায়া যোগীরাজ্যে: স্ত্রীর প্রেমিকের উপর আক্রো*শের বশে কী করলেন স্বামী!

Date:

ফের দিল্লির শ্রদ্ধাকাণ্ডের (Sraddha Walker) ছায়া যোগীরাজ্যে (Yogi Adityanath State)। এবার স্ত্রীর প্রেমিককে খুনের পর দেহ ১২টিরও বেশি টুকরো বেশি টুকরো করল মহিলার স্বামী। তারপর স্ত্রীর প্রেমিকের দেহাংশ আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের (Extra Marital Affairs) জের, আর সেকথা স্বামী জানতে পেরে মাথার ঠিক রাখতে পারেনি। এরপরই তিনি ঠিক করেন স্ত্রীর প্রেমিককে দুনিয়া ছাড়া করার। আর যেমন ভাবা, তেমন কাজ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের ঘটনা। ইতিমধ্যে মিলাল প্রজাপতি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার (Arrests) করেছে পুলিশ।

মিলাল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দীর্ঘদিনের বাসিন্দা। কয়েক বছর আগে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় মিলালের। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। তবে বিগত বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি লেগে থাকত গাজিয়াবাদের বাসিন্দা মিলালের। সম্পর্ক যে চেনা স্রোতে বইছে না, তা টের পেয়েছিল সে। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই মিলাল জানতে পারে তাঁর স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। এলাকারই বাসিন্দা অক্ষয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে স্ত্রী তা জানতে পারে মিলাল।

তবে এখানেই শেষ নয়, সম্প্রতি মিলাল কাজ সেরে বাড়ি ফিরে দেখে স্ত্রী রান্নাঘরে চা করছে। আর সেইসময় বাড়িতেই বসে রয়েছে স্ত্রীর প্রেমিক অক্ষয়। তবে সেইসময় মাথায় খুন চাপলেও তা প্রকাশ করেনি মিলাল। এদিকে, ঠিক সেই সময় মেয়ের পায়ে গরম জল পড়ে যায়। মিলাল জানায়, সে মেয়েকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। তাই বাড়ির কাজে সেভাবে নজর দিতে পারবে না। প্রয়োজনে স্ত্রীকে অক্ষয়কে সাহায্যের জন্য ডেকে নেওয়ার কথাও বলে মিলাল।

এরপরই দেরি না করে মিলালের স্ত্রীও তড়িঘড়ি অক্ষয়কে বাড়িতে ডেকে নেয়। কিন্তু এরপর আচমকাই বাড়ি ফিরে আসে মিলাল। তারপরই অক্ষয়ের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। ধারাল অস্ত্র দিয়ে অক্ষয়ের গলার নলি কেটে দেয় মিলাল। এরপর অক্ষয়ের দেহ বারো টুকরোরও বেশি খণ্ডবিখণ্ড করে মিলাল। পরে দেহাংশ একটি বস্তায় ভরে আবর্জনায় ফেলে আসে।

 

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version