Saturday, November 8, 2025

শ্রদ্ধা-কাণ্ডের ছায়া যোগীরাজ্যে: স্ত্রীর প্রেমিকের উপর আক্রো*শের বশে কী করলেন স্বামী!

Date:

ফের দিল্লির শ্রদ্ধাকাণ্ডের (Sraddha Walker) ছায়া যোগীরাজ্যে (Yogi Adityanath State)। এবার স্ত্রীর প্রেমিককে খুনের পর দেহ ১২টিরও বেশি টুকরো বেশি টুকরো করল মহিলার স্বামী। তারপর স্ত্রীর প্রেমিকের দেহাংশ আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের (Extra Marital Affairs) জের, আর সেকথা স্বামী জানতে পেরে মাথার ঠিক রাখতে পারেনি। এরপরই তিনি ঠিক করেন স্ত্রীর প্রেমিককে দুনিয়া ছাড়া করার। আর যেমন ভাবা, তেমন কাজ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের ঘটনা। ইতিমধ্যে মিলাল প্রজাপতি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার (Arrests) করেছে পুলিশ।

মিলাল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দীর্ঘদিনের বাসিন্দা। কয়েক বছর আগে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় মিলালের। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। তবে বিগত বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি লেগে থাকত গাজিয়াবাদের বাসিন্দা মিলালের। সম্পর্ক যে চেনা স্রোতে বইছে না, তা টের পেয়েছিল সে। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই মিলাল জানতে পারে তাঁর স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। এলাকারই বাসিন্দা অক্ষয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে স্ত্রী তা জানতে পারে মিলাল।

তবে এখানেই শেষ নয়, সম্প্রতি মিলাল কাজ সেরে বাড়ি ফিরে দেখে স্ত্রী রান্নাঘরে চা করছে। আর সেইসময় বাড়িতেই বসে রয়েছে স্ত্রীর প্রেমিক অক্ষয়। তবে সেইসময় মাথায় খুন চাপলেও তা প্রকাশ করেনি মিলাল। এদিকে, ঠিক সেই সময় মেয়ের পায়ে গরম জল পড়ে যায়। মিলাল জানায়, সে মেয়েকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। তাই বাড়ির কাজে সেভাবে নজর দিতে পারবে না। প্রয়োজনে স্ত্রীকে অক্ষয়কে সাহায্যের জন্য ডেকে নেওয়ার কথাও বলে মিলাল।

এরপরই দেরি না করে মিলালের স্ত্রীও তড়িঘড়ি অক্ষয়কে বাড়িতে ডেকে নেয়। কিন্তু এরপর আচমকাই বাড়ি ফিরে আসে মিলাল। তারপরই অক্ষয়ের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। ধারাল অস্ত্র দিয়ে অক্ষয়ের গলার নলি কেটে দেয় মিলাল। এরপর অক্ষয়ের দেহ বারো টুকরোরও বেশি খণ্ডবিখণ্ড করে মিলাল। পরে দেহাংশ একটি বস্তায় ভরে আবর্জনায় ফেলে আসে।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version