Sunday, November 9, 2025

ফের অস্ট্রেলিয়ার মন্দিরে হাম*লা! শান্তিপ্রিয় ইসকনের দেওয়ালে অশা*ন্তির কালো স্প্রে   

Date:

ফের অস্ট্রেলিয়ার মন্দিরে (Australia) হামলা। এবার মেলবোর্নের (Melbourne) অ্যালবার্ট পার্কে ইসকন (Iskcon) মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থীদের স্লোগান লেখার অভিযোগ। গত একমাসে এই নিয়ে অস্ট্রেলিয়ায় পরপর তিনটি মন্দিরে তাণ্ডব চালাল খলিস্তানপন্থীরা। মেলবোর্নের ওই মন্দিরের দেওয়ালে স্প্রে পেন্ট দিয়ে খলিস্তানপন্থী নেতা ভিন্দারওয়ালেকে সমর্থন জানিয়ে ভারতের বিরুদ্ধে একাধিক স্লোগান লেখা হয়েছে। সোমবার ভোরে মন্দিরের দেওয়ালে স্লোগান নজরে আসে কর্তৃপক্ষের। তবে এমন ঘটনায় রীতিমতো স্তম্ভিত ইসকনের শান্তিপ্রিয় ভক্তরা। ইতিমধ্যে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। তবে হামলাকারীরা এখনও অধরা।

ঘটনায় ইসকন মন্দির (Iskcon Temple, Melbourne) কর্তৃপক্ষ জানিয়েছে, উপাসনাস্থলে এই হামলায় তাঁরা হতবাক। অন্যদিকে, পরপর মন্দিরে তাণ্ডবের ঘটনায় ক্ষুব্ধ প্রবাসী ভারতীয়রাও। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে চরম শাস্তির দাবি তুলেছেন তাঁরা। উল্লেখ্য, গত ১২ দিনে এই নিয়ে পরপর তিনবার অস্ট্রেলিয়ার মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখার অভিযোগ। ১২ জানুয়ারি মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে খলিস্তানপন্থীদের স্লোগান লেখা হয়। সেই ঘটনার রেশ না কাটতে ১৭ জানুয়ারি ক্যারাম ডাউনসে শ্রী শিব বিষ্ণু মন্দিরে (Shri Shiva Vishnu Temple) পোঙ্গল উৎসবের মাঝেই খালিস্তানপন্থী স্লোগান নজরে আসে। মন্দিরে ঢুকে তছনছ করা হয় বেশ কিছু সম্পত্তি। তারও আগে মেলবোর্নেরই স্বামীনারায়ণ মন্দিরেও হিন্দুত্ব বিরোধী স্লোগান লেখা হয়েছিল। কালো কালিতে দেওয়ালে লেখা ছিল, ‘খালিস্তান জিন্দাবাদ’, ‘হিন্দুস্তান মুর্দাবাদ’-এর মতো স্লোগান। তা নিয়ে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি দ্রুত সামাল দিতে বহুত্ববাদে বিশ্বাসী সংগঠনগুলি একসঙ্গে আলোচনায় বসে। ভিক্টোরিয়া প্রদেশেই জরুরি বৈঠক হয়।

আর এবার ইসকন মন্দিরে একই ঘটনার পুনরাবৃত্তি। ইসকনের জনসংযোগ বিভাগের কর্তা ভক্ত দাস বলছেন, অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা থেকে যা যা ঘটছে, তা আমরা ভাবতেও পারিনি। আমরা আতঙ্কিত, বিধ্বস্ত। পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে যাতে অপরাধীদের খুঁজে বের করতে পারে।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version