Thursday, August 21, 2025

সংখ্যালঘু অন্তত ৬০টি আসন হাতছাড়া হতে চলেছে! বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা

Date:

ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে ঘোরতর বিপাকে কেন্দ্রের শাসকদল বিজেপি (BJP)। বিভেদের রাজনীতির মূল্য চোকাতে হতে হবে গেরুয়া শিবিরকে। সূত্রের খবর, বিজেপির অভ্যন্তরীণ একের পর এক সমীক্ষা এবং রিপোর্ট এমনই ইঙ্গিত দিচ্ছে। ফলে সংখ্যালঘু ভোট যে বিজেপিকে ভোগাবে সে ব্যাপারে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে অমিত শাহরা (Amit Shah)। মোদি নিজেই দলের নেতা-কর্মীদের বিষয়টি নিয়ে সতর্ক করেছেন।

দলের প্রতি মোদির বার্তা, শিক্ষিত মুসলিম নাগরিকদের কাছে যান। তাঁদের বোঝান। তাঁর এমন মন্তব্যের পরই বিষয়টি স্পষ্ট হল যে, সিঁদুরে মেঘ দেখছেন স্বয়ং প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই গত লোকসভা ভোটে (Loksabha Election) প্রাপ্ত বিপুল আসন সংখ্যার মধ্যে ১৬০ থেকে ১৮০টি কেন্দ্র নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করে রেখেছে বিজেপি। তার উপর এখন সামনে আসছে দলের সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার মূল্যায়ন। সেখানে সমীক্ষায় ৬০টি আসনকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে বলা হয়েছে, এই কেন্দ্রগুলিতে বিজেপির জয়ের আশাই কার্যত নেই।

বিজেপির মূল্যায়ন বাংলা এবং যোগীরাজ্য উত্তরপ্রদেশ ক্ষেত্রে এমন ১৩টি করে সংখ্যালঘু প্রভাবিত লোকসভা আসন চিহ্নিত করেছে বিজেপি। যেখানে গোহারা হারবে দল। এ ছাড়াও রয়েছে উত্তরপ্রদেশ (১৩টি), বিহার (চারটি), কেরল (৬টি), অসম (৬টি), মধ্যপ্রদেশ (৩টি), তেলেঙ্গানা (২টি), হরিয়ানা (২’টি), মহারাষ্ট্র (১টি), জম্মু-কাশ্মীর (৫টি) এবং লাক্ষাদ্বীপ। এরই পাশাপাশি কেরলের অন্য কয়েকটি সংখ্যালঘু প্রভাবিত লোকসভা আসনকেও এর মধ্যে জুড়েছে বিজেপি।

 

 

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...
Exit mobile version