Tuesday, December 16, 2025

‘নেতাজির দেখানো পথে চলছে না দেশ’! বিজেপিকে ‘সংখ্যালঘু’ খোঁচা ফিরহাদের

Date:

আজকের দিনের গুরুত্ব অনেক। নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhas Chanda Bose) মেয়রের (Mayor) পদে বসে কলকাতা পুরসভার (KMC) ইতিহাসকে গৌরবময় করেছেন। আমরা কখনোই সুভাষ চন্দ্র বসু হওয়ার স্পর্ধা দেখাতে পারি না কিন্তু কোনওদিন যদি তাঁর নখের যোগ্য হতে পারি তাহলে জীবন ধন্য হয়ে যাবে বলে মনে করি। সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকীতে এমনই মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন সকালে চেতলায় শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত এক পদযাত্রায় অংশ নেন ফিরহাদ। সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়দর্শিনীও (Priyadarshini Hakim)। নেতাজির জন্মদিন পালনে কলকাতাতে রয়েছে একাধিক অনুষ্ঠান-কর্মসূচি। তার মধ্যে এদিন সকালে প্রভাত ফেরিতে সামিল হলেন ফিরহাদ।

ফিরহাদ হাকিমের অভিযোগ, নেতাজির দেখানো পথে দেশ চলছে না। এরপরই আজান্দ হিন্দ ফৌজের (Azad Hind Fauj) উদাহরণ তুলে ধরে মেয়র তথা রাজ্যের মন্ত্রীর অভিযোগ, নরেন্দ্র মোদির মন্ত্রীসভায়, সাংসদদের মধ্যে একজনও সংখ্যালঘু নেই। নেতাজি সবাইকে নিয়ে দেশ চালানোর রাস্তা দেখিয়েছিলেন কিন্তু বিজেপি দেশকে বিপদে, সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে। এমনকি নেতাজির মস্তিষ্কপ্রসূত প্ল্যানিং কমিশনও (Planning Commission) বিজেপি (BJP) ভেঙে দিয়েছে। এরপরই ফিরহাদের প্রশ্ন, নেতাজির আদর্শে দেশ না চললে দেশ কীভাবে উদ্ধার হবে? শুধুই কী পুঁজিপতিদের দেশ তৈরি হবে? আদানি আম্বানিদের পুঁজি ফুলেফেঁপে উঠবে আর দেশের মানুষ না খেতে পেয়ে মারা যাবেন।

পাশাপাশি এদিন নেতাজির জন্মজয়ন্তী পালন ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি মেয়র। তিনি সাফ জানান, এরা নেতাজিকে ঘৃণা করে তাও মালা দিচ্ছে। বাংলায় এরা অস্তিত্ব হারিয়েছে। তাই কোনওরকমে ভেসে থাকতে এসব করছে। এসব করে কিছুই হবে না। বাংলায় কখনওই আরএসএস-এর আদর্শ চলবে না। উল্লেখ্য, চেতলার পদযাত্রার পর কলকাতা পুরসভায় গিয়ে যেখানে এক সময় নেতাজি বসতেন সেখানে এক বিশেষ ছবি উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম।

 

 

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version