দীর্ঘ পাঁচ বছরের লড়াই জিতলেন মহম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। মহম্মদ শামির সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ হিসেবে দিতে হবে ভারতীয় ক্রিকেটার (Team India) মহম্মদ শামিকে (Mihammed Shami Hasin Jahan Marriage)। সোমবার এমনই নির্দেশ দিল আলিপুর আদালত।

দীর্ঘ পাঁচ বছরের লড়াই জিতলেন মহম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। মহম্মদ শামির সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ হিসেবে দিতে হবে ভারতীয় ক্রিকেটার (Team India) মহম্মদ শামিকে (Mihammed Shami Hasin Jahan Marriage)। সোমবার এমনই নির্দেশ দিল আলিপুর আদালত।
হাসিনের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতকে জানান, এক বছরে শামির (Mohammad Shami) আয় অন্তত ৭ কোটি ১৯ লক্ষ টাকা। মডেল হিসেবে হাসিনের আয় প্রায় ১০ লক্ষ টাকা হলেও জীবনযাপনের মান ধরে রাখতে ও মেয়ের পিছনে খরচের জন্য শামির মোটা অঙ্কের খোরপোশ দেওয়া উচিত।
