Thursday, August 21, 2025

Entertainment : রিলিজের আগেই রেকর্ড ! ‘ওয়ার’ টপকে এবার ‘বাহুবলি’কে টেক্কা দিতে চলেছে ‘পাঠান’

Date:

রাত পোহালেই আসছে ‘পাঠান’ (Pathan) । বিতর্ককে ব্যাকফুটে ফেলে কিং খানের (King Khan) কামব্যাক মুভি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। দেশজুড়ে রেকর্ড বুকিং করে ফেলেছে শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাড়ুকোন(Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ‘ পাঠান’ (Pathan)। ইতিমধ্যেই প্রথম দিনের অগ্রিম বুকিং-এর(Advance Booking) সংখ্যার কাছে হার মেনেছে বহু বিগ বাজেটের বলিউডি ছবি। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে হৃত্বিক রোশনের ‘ওয়ার'(War) টপকে এবার ‘বাহুবলি ২’কে (Bahubali 2) নাকি টেক্কা দিতে চলেছে ‘পাঠান’।

শুধু ভারতবর্ষ নয় দেশের বাইরেও শাহরুখ খানের অনুগামীদের সংখ্যা নেহাত কম নয়। প্রিয় অভিনেতাকে দীর্ঘ অপেক্ষার পর ফাস্ট ডে ফার্স্ট শোতে দেখার ম্যাজিকটাই অন্যরকম। আর সেই কারণে ভার্চুয়ালি ভিড় বাড়ছে টিকিট বুকিং সাইটগুলোতে। আগাম টিকিট বুকিংয়ের সংখ্যার হিসাবে প্রথম বলিউড ছবি হল ‘বাহুবলী ২'(হিন্দি ভার্সন)। এই ছবির প্রথম দিনের শোয়ে প্রায় সাড়ে ৬ লক্ষেরও বেশি আগাম বুকিং হয়েছিল।

বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের ফ্যানেদের সংখ্যাও কিছু কম নয়। রাফ এন্ড টাফ হৃত্বিকের ‘ওয়ার’ প্রথম দিনে দেখার জন্য প্রায় ৪.১০ লক্ষ মানুষ টিকিট কেটেছিলেন।

পাঠানের ক্ষেত্রে এখনও পর্যন্ত প্রায় ৪.১৯ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেমা মুক্তি পাবে আগামিকাল তাই আজকের গোটা সন্ধ্যাই পড়ে আছে টিকিট বুকিং-এর রেকর্ড তৈরির জন্য। মনে করা হচ্ছে এখনও পর্যন্ত পাঠান তিন নম্বর স্থানে রয়েছে। কারণ ‘বাহুবলি ২’ এর পর রেকর্ড অগ্রিম টিকিট বুকিং-এর ক্ষেত্রে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’। প্রথম দিনে প্রায় ৫.১৫ লক্ষ অগ্রিম বুকিং হয় এই ছবিতে।

‘পাঠান’ শেষ পর্যন্ত ঠিক কত নম্বরে পৌঁছতে পারে এখন সেটাই দেখার আশায় উদগ্রীব বাদশার অনুরাগীরা।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version