Friday, November 28, 2025

বনবাস থেকে ‘পাঠান’-এর মুক্তি , কাকভোরে উপচে পড়া ভিড় সিনেমা হলে !

Date:

Share post:

বি*তর্ক ব্যাকফুটে, বুধবার সূর্য ওঠার আগেই উপচে পড়া ভিড় বাদশাহী দরবারে। কিং কামব্যাক বোধহয় একেই বলে। ঘড়ির কাঁটা তখনও ছটার ঘরে প্রবেশ করেনি, তবে কলকাতা (Kolkata) থেকে দিল্লি (Delhi), মুম্বাই থেকে বেঙ্গালুরুর সিনেমা ঘরে প্রবেশ করছেন ‘মন্নত’ মালিকের ‘জবরা ফ্যানেরা’। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যসহ দেশে ‘ পাঠান'(Pathan) ঝড়।

শাহরুখ খান (Shahrukh Khan)মানেই রোমান্টিক এক্সপ্রেশন, দুহাত প্রসারিত করে প্রেমের আলিঙ্গন , টোল পড়া গালে মন জিতে নেওয়া হাসি- এভাবেই দেশ তথা বিশ্ব দেখেছে বলিউড (Bollywood) বাদশাকে। কিন্তু সাম্প্রতিককালে তাঁকে নিয়ে সমালোচনা করতে ছাড়েননি নিন্দুকেরা। এবার ইমেজ বদলে জবাব দিলেন রাফ এন্ড টাফ ‘পাঠান’ খান। দক্ষিণের সিনেমার বাজারে বলিউডের জনপ্রিয়তার ঝড় আসার আশায় নিজেদের চেয়ারে সিট বেল্ট আগেই বেঁধে রেখেছিলেন শাহরুখ অনুরাগীরা। প্রত্যাশা মতোই ধরা দিলেন নায়ক। চলচ্চিত্র প্রযোজক এবং ট্রেড অ্যানালিস্ট সবাই বলছেন ‘পাঠান’-এর অগ্রিম টিকিট বিক্রি বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে আত্মবিশ্বাস এনেছে।দেশকে স**ন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচানোর অনস্ক্রিন গল্পে, শাহরুখ যেন অচিরেই বলিউডের সিঙ্গেল স্ক্রিনের পরিত্রাতা হয়ে উঠলেন। কিং খানের ম্যাজিক এমনই, যে এই ছবির হাত ধরে খুলছে প্রায় ২৫টি বন্ধ হয়ে যাওয়া সিঙ্গল-স্ক্রিন (Single Screens) প্রেক্ষাগৃহ। অগ্রিম বুকিং চালু হতেই রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে এই ছবির। বুধবার ঠিক সকাল ছটায় (6AM) দেশ জুড়ে শাহরুখ খানের ছবির প্রথম শো শুরু হল। কলকাতায় সেই একই নিয়ম। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিন , সর্বত্রই লম্বা লাইনে উৎসুক দর্শকের ঠোঁটের কোণে হাসির রেখা। কে বলবে সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনের সকাল এটা। কারও চোখ লাল, তো কেউ চোখ ডলছেন। কেউ কেউ আবার হাই তুলছেন। প্রিয় অভিনেতার সিনেমা সবার আগে দেখার উত্তেজনায় কেউ কেউ সারারাত দু চোখের পাতা এক করতে পারেননি।কেউ আবার ঘড়িতে অ্যালার্ম দিয়ে কাকভোরে উঠে বেরিয়ে পড়েছেন। অনেকেই শহরতলী থেকে মহানগরীতে ছুটে এসেছেন একেবারে প্রথম ট্রেন ধরেই। ২ ঘণ্টা ২৬ মিনিট যে বলিউড বাদশা তাঁদের অন্য জগতে হাজির করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শাহরুখ খানকে নিয়ে কলকাতার উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর প্রায় সাড়ে চার বছর পর ফিরলেন বড় পর্দায়। তাঁকে নিরাশ করেননি বঙ্গবাসী। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় (RB Connector) থেকে হাজরা(Hazra Crossing) , ভিড় সামলাতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে কলকাতা পুলিশকে (Kolkata Police)। সকাল গড়িয়ে দুপুর হতে চলল তবু উন্মাদনা কমার কোন লক্ষণ নেই। তাসা, ঢোল নিয়ে মাঝরাস্তায় ভিড় জমাচ্ছেন বাদশার ভক্তরা। “হিন্দুস্তান কি শান, শাহরুখ খান ” স্লোগানে মহানগরের রাস্তায় “ঝুমে জো পাঠান” আমেজ। ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার বলিউড সিনেমার ইতিহাসে যে বিশেষ অধ্যায় লিখলেন শাহরুখ ফ্যানেরা তা বোধ হয় আর বলার অপেক্ষা রাখে না ।

spot_img

Related articles

তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারল না নির্বাচন কমিশন, বৈঠকে ‘গালগল্প’ জ্ঞানেশ কুমারের

তৃণমূলের তোলা পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারলেন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyenesh Kumar)। পূর্ব নির্ধারিত সূচি...

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৮ নভেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে...