Tuesday, August 26, 2025

অতিরিক্ত মুখ্যসচিবের গানের অ্যালবাম প্রকাশ, স্যোশাল মিডিয়ায় দ্রুত বাড়ছে ভিউয়ারের সংখ্যা

Date:

রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমারের (Vivek Kumar) কণ্ঠে কলকাতাকে নিয়ে দ্বিতীয় ভিডিও অ্যালবাম (Video Album) প্রকাশিত। আর মঙ্গলবার প্রকাশের পর থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ছে স্যোশাল মিডিয়ায় (Social Media)। বন ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বও গানের প্রতি বিবেক কুমারের ভালবাসাকে কমাতে পারেনি। সেই টান থেকেই তাঁকে নতুন ভূমিকায় পাওয়া গেল তাঁকে। ‘চির নতুন কলকাতা’ নামে তাঁর এই নতুন সৃষ্টি ইউটিউবে আত্মপ্রকাশে তিন ঘণ্টার মধ্যেই ভিউয়ার ছাড়িয়েছে ৫০০।

২০২১ সালে বিবেক কুমারের ‘আমার কলকাতা’ নামে প্রথম একক গান প্রকাশিত হয় ইউ টিউবে। কলকাতাকে নিয়ে সুব্রত ঘোষ রায় লেখা সেই গানের মিউজিক কম্পোজ করেছিলেন বিবেক কুমার নিজেই ইউটিউবে সেই মিউজিক ভিডিওর ভিউয়ারশিপ ছাড়িয়েছে এক লক্ষেরও বেশি। ২ বছর পর এই শহরকে নিয়ে বিবেক কুমারের আবেগ ও ভাবনাকে লেখার অক্ষরে ফুটিয়ে তুলেছেন তখন কুমার দেবনাথ। এবার ও সুর দিয়েছেন গায়ক নিজেই। ১৯৯০ সালের এই আই এ এস আধিকারিক হিসেবে এ রাজ্যে কাজে যোগ দেন। এই নতুন গানের ভিডিও নিয়ে তিনি বলেছেন, “যে শহরকে আমি ভালোবেসেছি সেই শহরকে নিয়ে এটা আমার হৃদয়ের শ্রদ্ধা নিবেদন । আমি আশাবাদী এই গান সমস্ত শ্রোতার মনকে স্পর্শ করবে।“ তাঁর মতে, কলকাতা শুধু কলকাতা নয়, হল পশ্চিমবঙ্গের মুখ ফলে এই গানের মাধ্যমে রাজ্যের প্রতি তিনি তাঁর শ্রদ্ধা নিবেদন করেছেন।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version