Tuesday, November 18, 2025

অতিরিক্ত মুখ্যসচিবের গানের অ্যালবাম প্রকাশ, স্যোশাল মিডিয়ায় দ্রুত বাড়ছে ভিউয়ারের সংখ্যা

Date:

রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমারের (Vivek Kumar) কণ্ঠে কলকাতাকে নিয়ে দ্বিতীয় ভিডিও অ্যালবাম (Video Album) প্রকাশিত। আর মঙ্গলবার প্রকাশের পর থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ছে স্যোশাল মিডিয়ায় (Social Media)। বন ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বও গানের প্রতি বিবেক কুমারের ভালবাসাকে কমাতে পারেনি। সেই টান থেকেই তাঁকে নতুন ভূমিকায় পাওয়া গেল তাঁকে। ‘চির নতুন কলকাতা’ নামে তাঁর এই নতুন সৃষ্টি ইউটিউবে আত্মপ্রকাশে তিন ঘণ্টার মধ্যেই ভিউয়ার ছাড়িয়েছে ৫০০।

২০২১ সালে বিবেক কুমারের ‘আমার কলকাতা’ নামে প্রথম একক গান প্রকাশিত হয় ইউ টিউবে। কলকাতাকে নিয়ে সুব্রত ঘোষ রায় লেখা সেই গানের মিউজিক কম্পোজ করেছিলেন বিবেক কুমার নিজেই ইউটিউবে সেই মিউজিক ভিডিওর ভিউয়ারশিপ ছাড়িয়েছে এক লক্ষেরও বেশি। ২ বছর পর এই শহরকে নিয়ে বিবেক কুমারের আবেগ ও ভাবনাকে লেখার অক্ষরে ফুটিয়ে তুলেছেন তখন কুমার দেবনাথ। এবার ও সুর দিয়েছেন গায়ক নিজেই। ১৯৯০ সালের এই আই এ এস আধিকারিক হিসেবে এ রাজ্যে কাজে যোগ দেন। এই নতুন গানের ভিডিও নিয়ে তিনি বলেছেন, “যে শহরকে আমি ভালোবেসেছি সেই শহরকে নিয়ে এটা আমার হৃদয়ের শ্রদ্ধা নিবেদন । আমি আশাবাদী এই গান সমস্ত শ্রোতার মনকে স্পর্শ করবে।“ তাঁর মতে, কলকাতা শুধু কলকাতা নয়, হল পশ্চিমবঙ্গের মুখ ফলে এই গানের মাধ্যমে রাজ্যের প্রতি তিনি তাঁর শ্রদ্ধা নিবেদন করেছেন।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version