Monday, August 25, 2025

কিউইদের হোয়াইটওয়াশ করে উচ্ছসিত রোহিত, শুরু অজিদের বিরুদ্ধে পরিকল্পনা

Date:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে অস্ট্রেলিয়া সিরিজের পরিকল্পনা শুরু ভারত অধিনায়ক রোহিত শর্মার। মঙ্গলবারই কিউইদের হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। সেই ম‍্যাচের পর সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে পরিকল্পনা শোনা গেল রোহিতের গলায়।

নিউজিল্যান্ডকে হারিয়ে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ সহজ হবে না। তবে আমরা পরিকল্পনা মতন এগোবো। ” এরপরই নিউজিল্যান্ড সিরিজে ফিরে আসেন রোহিত। সিরিজ জয় নিয়ে হিটম‍্যান বলেন,” ব্যাটিং এবং বোলিংয়ে আমরা ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারছি। আমাদের বেশির ভাগ জিনিসই ঠিকঠাক হচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমরা মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে বিশ্রাম দিয়েছিলাম। সাজঘরে বসে থাকা ক্রিকেটারদের সুযোগ দিতে চেয়েছিলাম। ওরা সকলেই দুর্দান্ত ক্রিকেটার। যুজবেন্দ্র চ‍্যাহাল এবং উমরান মালিককে দু’প্রান্ত থেকে বল করানোর পরিকল্পনা ছিল আমাদের। ওদের চাপের মুখে ফেলতে চেয়েছিলাম। কারণ আমাদের হাতে যথেষ্ট রান ছিল। শুভমন গিলের কথাও বলব। এই সিরিজে দারুণ খেলল। তরুণ ক্রিকেটার। অথচ কী সহজ ভাবে ইনিংস শুরু করছে। আমরা নিজেদের পরিকল্পনায় স্থির থাকতে চেয়েছিলাম। স্নায়ুর চাপ সামলাতে পারা গুরুত্বপূর্ণ হয় কখনও কখনও। শার্দুল ঠাকুর অনেক সময়ই সেটা করে দেখিয়েছে। তাই অনেকেই ওকে জাদুকর বলে।”

তিনবছর পর একদিনের ক্রিকেটে শতরান এসেছে রোহিতের ব‍্যাট থেকে। সেই নিয়ে হিটম‍্যান বলেন,” ৩০ তম শতরান আমার কাছে অনেক কিছু। যদিও আমি চাই যতটা সম্ভব বেশি সময় উইকেটে কাটাতে। যাতে দলকে বড় রানের পথে নিয়ে যেতে পারি।”

নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসির একদিনের ক্রমতালিকার শীর্ষে উঠে এল ভারত। টি-২০ ক্রমতালিকায় আগেই এক নম্বরে উঠে এসেছেন রোহিতরা। আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ক্রিকেটের তিন ফর্ম‍্যাটেই আইসিসি ক্রমতালিকার শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে ভারতের সামনে।

আরও পড়ুন:অস্ট্রেলিয়া সিরিজে বুমরাহ-এর দলে ফেরা নিয়ে মুখ খুললেন রোহিত

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version