Thursday, August 28, 2025

‘দীক্ষামঞ্জরি’তে সানার পুজো, অঞ্জলি দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

সরস্বতী পুজোর (Saraswati Puja) সকালে সাধারণ মানুষ থেকে তারকা প্রতিটি একেবারে অন্যরকম ভাবে ধরা দিলেন ক্যামেরার সামনে। সকাল থেকে বাড়িতে বাড়িতে পুরোহিতের মন্ত্রের শব্দ শুনতে শুনতে ঘুম ভাঙল বাঙালির। এরপর অঞ্জলি দেওয়ার পালা। ব্যতিক্রমী নন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Saurav Ganguly)। ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরি’তে (Deekshamanjari) প্রত্যেক বছরের মতো এ বছরও বাগদেবীর আরাধনার আয়োজন করা হয়। সেখানেই হাজির বাংলার মহারাজ।

সরস্বতী পূজা মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। ২০২৩ শে আবার সরস্বতী পুজোর দিনটা স্পেশাল। একদিকে যেমন কোভিড মুক্ত পুজো অন্যদিকে আবার সাধারণতন্ত্র দিবসের সঙ্গে সরস্বতী পুজোর সেলিব্রেশন। হলুদ পাঞ্জাবি আর বাসন্তী শাড়িতে সকাল থেকেই ভিড় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে। অন্যান্য বছরের মত এ বছর ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর পরিবার ‘দীক্ষামঞ্জরি’তে পুজোর আয়োজন করেন। ডোনা নিজে একজন নৃত্যশিল্পী, তাই তাঁর স্কুলের ছাত্র-ছাত্রীরা এই পুজোর কাজে হাত লাগান। পাশাপাশি সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly) এখন মায়ের পুজোর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাতে বেজায় খুশি বাবা সৌরভ। ক্যামেরার সামনে তো বলেই ফেললেন , “এটা সানার পুজো এখানেই প্রত্যেক বছর আসা।” সামনেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসতে চলেছে, এই নিয়ে মুম্বাইয়ে বেশ কিছুদিন সিনেমার প্রযোজক সংস্থা সঙ্গে কথাবার্তা সেরেছেন ‘দাদা’। সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে সৌরভ বলেন “সবটাই আলোচনা স্তরে আছে। অনেক মানুষ এর সঙ্গে যুক্ত আছেন। সকলের প্রচেষ্টায় আশা করি ভালো কিছু হবে।” সবশেষে তাঁকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আইপিএল খেলার প্রসঙ্গে জিজ্ঞাসা করলে উচ্ছ্বসিত সৌরভ বলেন এ ব্যাপারে তিনি ভীষণ আশাবাদী । কারণ ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকারা দেশের নাম উজ্জ্বল করবে এই বিশ্বাস তাঁর আছে।

Related articles

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...
Exit mobile version