Friday, November 14, 2025

সরস্বতী পুজোয় আচমকাই নিজের কলেজে মুখ্যমন্ত্রী! গলা মেলালেন ছাত্রীদের সঙ্গে

Date:

মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে নন, ধরা দিলেন কেলেজের প্রাক্তন ছাত্রী হিসেবে। বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস হলেও একইদিনে পড়েছে সরস্বতী পুজোও (Saraswati Pujo)। তাই এদিন সকালে আচমকাই নিজের শিক্ষাপ্রতিষ্ঠান যোগমায়া দেবী কলেজে (Yogmaya Devi College) হাজির হলেন তিনি। বলা যায় রীতিমতো সারপ্রাইজ ভিজিট (Surprise Visit)। রেড রোডে সাধারণতন্ত্র দিবস পালন করে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজে আসবেন সেটা হয়তো কেউ ভাবতেও পারেননি। তবে নিজের কলেজে এমন হঠাৎ করে চলে আসায় একদিকে চমকে গিয়েছেন সকলে, ঠিক তেমনই কাছের মানুষকে পেয়ে অভিভূত সকলেই।

পাশাপাশি এদিন ছাত্রীদের সঙ্গে গলা মিলিয়ে গানও গাইলেন মুখ্যমন্ত্রী। গাইলেন আকাশ ভরা সূর্য তারা। বাগদেবীর আরাধণার মধ্যে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পড়ুয়ারা আনন্দে আত্মহারা। রেড রোড (Red Road) থেকে বাড়ি ফেরার পথে হাজরায় যোগমায়া দেবী কলেজে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যোগমায়া দেবী কলেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কলেজ। এই কলেজের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা টান।

তবে এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ছাত্রীরা আবদার করে বসেন। অনেকেই সেলফি তুলতে চান। প্রত্যেকের আবদার পূরণ করেন যোগমায়া দেবী কলেজের এই প্রাক্তন ছাত্রী। পাশাপাশি নানা বিষয়ে কথাও বলেন, গল্প করেন। এমনকী সুবিধা–অসুবিধার কথাও জেনে নেন। তারপর মুখ্যমন্ত্রী পড়ুয়াদের মন দিয়ে পড়াশোনা করতে বলেন। শুভেচ্ছা জানান সরস্বতী পুজোর। পাশাপাশি পড়ুয়াদের সঙ্গেই পুজো এবং ভোগের আয়োজনপর্ব খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version