Thursday, August 21, 2025

রাজ্যপালের “হাতেখড়ি” নিয়ে রাজনীতি শুভেন্দুর, কুণাল বললেন “অসভ্য-ঈর্ষাপরায়ণ-নিচ মন-বিশ্বাসঘাতক

Date:

সরস্বতী পুজোয় রাজভবনে হাতেখড়ি দিলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আর সেটা নিয়েও নোংরা রাজনীতি বঙ্গ বিজেপির। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে থাকবেন না বলেই সকাল সকাল লম্বা-চওড়া টুইটে করেছিলেন শুভেন্দু। শুধু শুভেন্দু নয়, কুৎসার প্রতিযোগিতায় পিছিয়ে ছিলেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে বিজেপিকে পাল্টা দিয়েছে তৃণমূলও।

আজ, বৃহস্পতিবার টুইট করে হাতেখড়ি অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা জানান শুভেন্দু অধিকারী। তিনি টুইটে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা উল্লেখ করেন। শিক্ষাব্যবস্থা নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে হাতেখড়ি অনুষ্ঠানে থাকবেন, সেই প্রশ্নও তোলেন শুভেন্দু।

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেন্দুকে তুলোধনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। পাল্টা টুইটে কুণাল বলেন, “অসভ্য। ঈর্ষাপরায়ণ। নিচ মন।

ধনকড়ের সময় বিজেপির রাজনৈতিক কাজের অফিস বানিয়েছিলে রাজভবনকে, তখন সম্মানের কথা মনে পড়েনি? রাজ্যপাল বাংলা শিখতে চেয়েছেন। বঙ্গবাসী ও বঙ্গভাষীর তাঁকে শুভেচ্ছা জানানো উচিত। সকলেই জানাচ্ছেনও। একমাত্র বঙ্গের বিশ্বাসঘাতকরাই এনিয়ে রাজনীতি করতে পারে।”

টুইটে কুণালের আরও সংযোজন, “রাজ্যপালকে অপমান। বাংলা ভাষার প্রতি রাজ্যপালের আন্তরিক মনোভাবকে অসম্মান করল এই অসভ্য। পাশাপাশি এক কৃতী দক্ষ যোগ্য মহিলা আইএএস’কে অপমান করল, চাপ দেওয়ার, ভয় দেখানোর চেষ্টা করল। নিন্দা করছি। রাজভবনটাকে মামারবাড়ি ভাবছিল। নন্দিনীর জুতো পালিশের যোগ্যতাও শুভেন্দুর নেই।”

রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে খোঁচা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যপালকে তাঁর কটাক্ষ “প্রথমেই ভুল মাস্টারের কাছে হাতেখড়ি হলে, ভুলই শিখবেন। তাই ঠিকঠাক মাস্টার চয়ন করুন।” দিলীপ ঘোষকে পালটা জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।তিনি বলেন, “নিজেরা ঠিক ভাবে হাতেখড়ি দিন, না হলে ৭০ থেকে সাতে নেমে যাবেন।”

উল্লেখ্য, আজ সরস্বতীর পুজোরদিন বিকেল ৫টায় বাংলা শেখার হাতেখড়ি দেন রাজ্যপালের। রাজভবনে সাজ সাজ রব। নর্থ গেটের সামনে দেওয়া হয়েছে আলপনা। হাতেখড়ি অনুষ্ঠানের আগে চা চক্রের আয়োজন করা হয়। ইতিমধ্যেই রাজভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ আরও অনেকে।

আরও পড়ুন- Kolkata: সরস্বতী পুজোর বিকেলে আনন্দপুরের প্লাস্টিক গোডাউনে বিধবং*সী আগু*ন!

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version