Wednesday, November 12, 2025

চোখের জলে কেরিয়ারের শেষ গ্র‍্যান্ড স্ল‍্যাম থেকে বিদায় সানিয়ার, মিক্সড ডাবলসের ফাইনালে হারলেন তিনি

Date:

অবশেষে শেষ হল স্বপ্নের দৌড়। তবে শেষটা সোনায় মোড়া হল না। অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনালে পরাজিত হয়ে কেরিয়ারের শেষ গ্র‍্যান্ড স্ল‍্যাম শেষ করলেন সানিয়া মির্জা। এদিন অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনালে পরাজিত হলেন ভারতীয় জুটি সানিয়া মির্জা ও রোহন বোপান্না। শুক্রবার রড লেভার এরিনায় ব্রাজিলিয়ান জুটি লুইসা স্টেফানি ও রাফায়েল মাটোসের কাছে হেরে যান তারা। ম‍্যাচের ফলাফল ৬-৭ (২-৭), ২-৬। নিঃসন্দেহে ভারতীয় টেনিস ইতিহাসের সর্বকালের সেরা মহিলা খেলোয়াড় হিসেবে শীর্ষে থাকবেন সানিয়া। আগামী মাসে দুবাইয়ের একটি টুর্নামেন্টের পর পেশাদারি টেনিসকে বিদায় জানাবেন তিনি।

ফাইনাল ম‍্যাচের আবেগঘন বার্তা সানিয়া মির্জার। বার্তা দিতে দিতে কেঁদে ফেললেন তিনি। ফাইনাল ম‍্যাচের পর সানিয়া বলেন, “আমি আরও কিছু টুর্নামেন্ট খেলব, তবে আমার পেশাদারি কেরিয়ার শুরু হয়েছিল মেলবোর্নে। ২০০৫ সালে যখন আমার ১৮ বছর বয়স, তখন আমি এখানে তৃতীয় রাউন্ডে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে খেলেছিলাম। আমার সৌভাগ্য এখানে বারবার আসার এবং কিছু টুর্নামেন্ট জেতার পাশাপাশি আপনাদের মাঝে অসাধারণ কিছু ফাইনাল খেলার। আর এই রড লেভার এরিনা আমার জীবনে খুবই স্পেশ্যাল। গ্র্যান্ড স্ল্যামে নিজের কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো এরিনা ভাবা যায় না। সকলকে অসংখ্য ধন্যবাদ আমায় বাড়ির অনুভূতি দেওয়ার জন্য। আমি কাঁদছি। এটা আসলে খুশির অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম।”

শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে ৬টায় খেলতে নামেন ভারতীয় জুটি। প্রথম থেকে সানিয়া-বোপান্না জুটি ছন্দে ছিলেন। প্রথম সেটের অষ্টম গেমে বিপক্ষ ব্রাজিলীয় জুটির সার্ভিস ভেঙে সানিয়া-বোপান্নারা এগিয়ে যান। কিন্তু পরের গেমেই তাঁদের সার্ভিস ভেঙে যায়। সেট টাইব্রেকারে গড়ায়। সেখানে দাঁড়াতে পারেনি ভারতীয় জুটি। ২-৭ গেমে হেরে যায়। দ্বিতীয় সেটে বোপান্না সবথেকে বেশি ভুল করেন। তৃতীয় গেমে সার্ভিস ভেঙে যায় তাঁদের। এরপর ব্রাজিলীয় জুটি ৪-১ গেমে এগিয়ে যান। সেখান থেকে ম্যাচে ফেরা সম্ভব হয়নি ভারতীয় জুটির।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version