Wednesday, November 5, 2025

৭০হাজার প্রার্থী খুঁজুক বিজেপি, আমি মনোনয়ন জমা করাব: তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে বিজেপি মনোনয়ন জমা দিতে না পারলে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করুক। আমি নিজে দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা দেওয়াব। শনিবার, নোদাখালিতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গেরুয়া শিবিরকে চুড়ান্ত কটা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই অভিষেকে খোঁচা, আগে ৭০হাজার প্রার্থী খুঁজুক বিজেপি। বিজেপির প্রার্থী তৃণমূল খুঁজে দিতে পারবে না। এর পাশাপাশি, এদিন ফের চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, শুধু কয়লা-গরু নয়, এসএসসি দুর্নীতির সঙ্গেও যদি আমার জড়িত থাকার কোনও প্রমাণ মেলে, তাহলে ইডি-সিবিআই দরকার নেই, আমি নিজেই মৃত্যু বরণ করব। পাল্টা বিস্ফোরক দাবি করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, অভিযুক্ত বিনয় মিশ্রর সঙ্গে ২বার দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি, বগটুইয়ের মৃতের পরিবারকে আর্থিক সাহায্য নিয়ে বিজেপি বিধায়কের টুইটেরও মোক্ষম জবাব দেন অভিষেক। প্রশ্ন তোলেন, অসহায় মানুষকে সাহায্য করা কি অপরাধ!

এদিন, সাংবাদিকরা জানান, শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) সভা থেকে বলেছেন, শাসকদল তাঁদের মনোনয়ন জমা দিতে দেবে না। এর উত্তরে তীব্র খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সহাস্য জবাব, “‘এক ডাকে অভিষেক’-এ ফোন করতে বলুন।“ এরপরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, শুধু ডায়মন্ড হারবার নয়, সারা রাজ্যে যেখানে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে অসুবিধা হবে, তাঁকে ফোন করে জানালে, তিনি নিজে দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা দেওয়াবেন। কিন্তু তার আগে বিজেপিকে (BJP) রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ৭০হাজার প্রার্থী খুঁজতে হবে। তিনি বিজেপি প্রার্থী খুঁজে দিতে পারবে না- কটাক্ষ অভিষেকের। অর্থাৎ অভিষেক বুঝিয়ে দেন, বঙ্গে বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই পঞ্চায়েত নির্বাচনে সব আসনে প্রার্থী দিতেও পারবে না তারা!

বিজেপি বিধায়ক শুভেন্দু নিজের টুইটার হ্যান্ডেলে ছবি পোস্ট করে অভিযোগ করেন, বগটুইয়ে মৃতের পরিবারের অর্থ সাহায্য মিড ডে মিলের টাকা থেকে দিয়েছে রাজ্য সরকার। এর মোক্ষাম জবাব দেন অভিষেক। তিনি বলেন, “মিড ডে মিলের টাকা না কোথাকার টাকা, সেটা প্রশাসন দেখবে। যেখান থেকেই টাকা যাক, সেটা সরকারের টাকা। উনি কী চাইছেন, সরকার কাউকে সাহায্য করবে না। রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় যে আর্থিক সহযোগিতা করছে সেটা দেওয়া ভুল হয়েছে? সেটা শুভেন্দু অধিকারী জানান। আমি তো টাকা দিয়ে পাবলিসিটি করিনি। ওনারা টাকা অপচয় করেন পাবলিসিটির জন্য। সেটা কি অর্থনৈতিক অপরাধ নয়?” এরপরেই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, “ডিমনিটাইজেশনের থেকে বড় অর্থনৈতিক অপরাধ কিছু আছে? ৮ হাজার কোটি টাকা দিয়ে বিমান কিনছেন। লকডাউনের সময়ে ২০ হাজার কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প শুরু করেছে। আগে কেন্দ্র নিজে আত্মনির্ভর হোক। বাংলা থেকে টাকা তোলা বন্ধ করুক।”

দুর্নীতিতে নাম জড়ানো নিয়ে ফের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগে গরু-কয়লা নিয়ে বলছিলেন, তাঁর জড়িত থাকার প্রমাণ পেলে তিনি নিজের ফাঁসির দড়ি গলায় পরবেন। এদিন এই বিষয় নিয়ে
শুভেন্দুর মন্তব্যকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “এসএসসি নিয়ে ওনার যা বক্তব্য, ১০ পয়সার লেনদেনে সম্পর্ক পেলে আমার পিছনে এজেন্সি লাগাতে হবে না। আমি মৃত্যুবরণ করব। ওনার দম থাকলে বলুন, বিনয় মিশ্রের সাথে কথা বলে থাকলে, তার প্রমাণ কেউ দিলে আমি মৃত্যুবরণ করব। আবার বলছি, উনি দু’বার কথা বলেছেন বিনয় মিশ্রের সঙ্গে। দুটো ক্লিপ বেরোবে।”

 

spot_img

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...