প্রাক্তন মুখ্যমন্ত্রী বাদ পড়লেন প্রার্থী তালিকা(Candidate List) থেকে। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে শনিবার ৬০ আসনের মধ্যে ৪৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তবে সেই তালিকায় দেখা গেল না ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম। তাঁর জায়গায় বনমালীপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাজীব ভট্টাচার্যকে। বিজেপির তরফে অবশ্য জানানো হয়েছে, বিপ্লব দেব নিজেই নির্বাচনে দাঁড়াতে চাননি। তবে সূত্রের খবর, দল তাঁর প্রতি এতটাই অসন্তুষ্ট যে এই নির্বাচনে তাঁকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত্রিপুরা বিধানসভা উপলক্ষ্যে বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা গিয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে প্রার্থী করা হয়েছে বরদোয়ালি কেন্দ্র থেকে। পাশাপাশি প্রার্থী হিসেবে রয়েছে সাংসদ প্রতিমা ভৌমিকের নাম। তিনিই এই রাজ্যের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে ধনপুর কেন্দ্র থেকে প্রার্থী করায় প্রশ্ন উঠছে, ত্রিপুরায় কি বিজেপির মহিলা প্রার্থীর অভাব? এছাড়া সিপিএম থেকে টিকিট না পেয়ে শুক্রবারই সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মোবসার আলি। শনিবার প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল নিজের কেন্দ্র কৈলাশহর থেকে টিকিট দেওয়া হয়েছে মোবসার আলিকে।

বিজেপির পাশাপাশি ১৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেসও। সিপিএম এবারের নির্বাচনের ৬০টি আসনের মধ্যে ১৩টি আসন ছেড়েছে হাত শিবিরকে। সুদীপ রায় বর্মন তাঁর নিজের পুরনো কেন্দ্র আগরতলা থেকে প্রার্থী হচ্ছেন। মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে টাউন বরদৌলি কেন্দ্র থেকে প্রার্থী হলেন কংগ্রেসের আশিসকুমার সাহা। অন্যদিকে বামফ্রন্টের পক্ষ থেকে আগেই ৪৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৩টিতে সিপিএম ও তিনটিতে সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি লড়াই করবে।