আদানি শেয়ারের দর পতনে LIC-র ক্ষতির পরিমাণ ১৬হাজার৬২৭ কোটি টাকা

আদানি গ্রুপের শেয়ারে পতন হতেই ক্ষতির মুখে এলআইসি, স্টেটব্যাঙ্ক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান।

আদানি গোষ্ঠীর শেয়ারের পতনের বাজারে বড়সড় প্রভাব দেখা দিয়েছে। ঝুঁকির মুখে সরকারি ব্যাঙ্ক থেকে শুরু করে বৃহত্তম জীবন বীমা সংস্থা এলআইসি পর্যন্ত। হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্ট ঘিরে বাজারে শুরু হয়েছে আতঙ্ক।কারণ, আদানি গ্রুপের শেয়ারে ব্যাপক পতন হয়েছে। আদানি গোষ্ঠীর কোম্পানিতে যেখানে এলআইসির বড় বিনিয়োগ রয়েছে। একই সঙ্গে অনেক সরকারি ব্যাংক এই গ্রুপকে বড়সড় ঋণ দিয়েছে। সব মিলিয়ে হাজার হাজার কোটি টাকা গৌতম আদানির কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। আদানি গ্রুপের শেয়ারে পতন হতেই ক্ষতির মুখে এলআইসি, স্টেটব্যাঙ্ক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান।

শুক্রবার আদানি গ্রুপের শেয়ারে বড় পতন দেখা গেছে। শেয়ারের দাম পড়ে যাওয়ায় একদিনে ৩.৩৭ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে আদানি গ্রুপের। আদানি গ্রুপের শেয়ারের পতনের জেরে ক্ষতির মুখে পড়েছে এলআইসিও। আদানি গ্রুপের শেয়ারের দাম কমে যাওয়ায় LIC ১৬,৬২৭ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

আদানিদের সংস্থায় এলআইসি-র বিপুল লগ্নি আছে। ইতিমধ্যেই এলআইসি-র লগ্নি মূল্য কমেছে। এ দিন তাদের শেয়ার দর ৩.৪৫% পড়েছে। বেশ খানিকটা নেমেছে স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা-সহ ব্যাঙ্কিং শিল্পের শেয়ারও। হিন্ডেনবার্গের অভিযোগ, কৃত্রিম ভাবে শেয়ারের দর বহু গুণ বাড়িয়েই আদানিরা বিশাল শেয়ার সম্পদ গড়েছে। গত তিন বছরে কর্ণধার গৌতম আদানির শেয়ার সম্পদ বেড়েছে ৮০০ শতাংশের বেশি। এমন গুরুতর অভিযোগের তদন্ত হওয়া দরকার, মত কংগ্রেস নেতা জয়রাম রমেশের।

পরিসংখ্যান তথ্য বলছে, এলআইসি দিনের পর দিন আদানি গ্রুপের কোম্পানিতে বিনিয়োগ বাড়িয়েছে। ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত, LIC-এর মোট বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১০.২৭ লক্ষ কোটি টাকা।। এর মধ্যে আদানি গ্রুপের কোম্পানিগুলিতে এলআইসির বিনিয়োগ প্রায় সাত শতাংশ। এলআইসি সম্প্রতি আদানি এন্টারপ্রাইজ, আদানি টোটাল গ্যাস এবং আদানি ট্রান্সমিশনে বিনিয়োগ বাড়িয়েছে। গত দুই বছরে, এলআইসি আদানি গ্রুপের কোম্পানিগুলিতে দ্রুত বিনিয়োগ বাড়িয়েছে। আদানি গ্রুপের ৭টি কোম্পানির মধ্যে ৪টিতে বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এলআইসি।