Thursday, August 28, 2025

প্রস্তুতি শেষ পর্যায়ে, সোমবার উদ্বোধন ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার

Date:

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সোমবার, ৩০ জানুয়ারি কলকাতায় আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে। এতে অতিথি থাকবেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন বিশিষ্ট লেখক ও শিল্পীরা। এই তথ্য জানিয়েছে মেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। কোভিডের হাতছানি না থাকায় ফের স্বমহিমায় ফিরছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রস্তুতিও শেষ পর্যায়ে। বইপ্রেমীরাও কোমর বেধে প্রস্তুত বইমেলার রূপ-রস- গন্ধ পেতে।
এবারের বইমেলায় মেলায় সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বইমেলার থিম কান্ট্রি স্পেনের মহাপরিচালক বুকস মারিয়া খোসে গালবেজ সালভাদর। অতিথি হিসেবে থাকবেন স্পেনের সাহিত্যিক লুইস গারসিয়া মন্টেরিও। বাংলা সাহিত্যে অবদানের জন্য প্রখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে এবারের মেলায় আজীবন সম্মাননা দেওয়া হবে। এবারের বইমেলায় ৯৫০টি স্টল থাকছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান, থাইল্যান্ডসহ ২০টি দেশের প্রকাশকেরা তাঁদের বই নিয়ে যোগ দেবেন। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা।
গিল্ড জানিয়েছে, বইমেলায় ৯টি তোরণ হচ্ছে। এর মধ্যে কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কবিতার শতবর্ষ উপলক্ষে নির্মাণ করা হয়েছে অগ্নিবীণা তোরণ। এ ছাড়া স্পেনের তোলেদো গেটের আদলেও করা হবে একটি তোরণ। দুটি অডিটোরিয়াম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং প্যারিচাঁদ সরকারের নামে। মেলায় থাকছে দুটি মুক্তমঞ্চ।একটি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন এবং অপরটি তরুণ মজুমদারের নামে।
এবার বাংলাদেশের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ৪৩টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। বঙ্গভবনের আদলে তৈরি করা হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এবারের বইমেলায় ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস পালিত হবে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version