Tuesday, November 4, 2025

আজ কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে নামছে ভারত, সিরিজে সমতা ফেরানো লক্ষ‍্য হার্দিকের

Date:

আজ লখনউয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ইতিমধ্যেই প্রথম ম‍্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে কিউইরা। দ্বিতীয় ম‍্যাচ জিতে সিরিজ সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে সোমবার লখনউয়ে বৃষ্টি হবে। হার্দিক পান্ডিয়ারা এতে স্বস্তি পাচ্ছেন। যেহেতু রবিবাসরীয় সন্ধ্যায় শহরে বৃষ্টি তো হওয়ার কথাই নেই, তার উপর তাপমাত্রাও থাকবে ১৪-১৫ ডিগ্রির কাছাকাছি। আর তাঁরা দ্বিতীয় টি-২০ ম্যাচটা খেলে নেবেন এই রবিবারই।

এমনিতে একানা স্টেডিয়ামের উইকেটে সিমাররা সুবিধা পান। তার উপর ঠান্ডায় অর্শদীপ, উমরানরা কিউইদের আরও মুশকিলে ফেলতে পারেন। তার থেকেও বড় কথা হল, এই উইকেট রাঁচির মতো নিউজিল্যান্ড স্পিনারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। নিজেদের হাতে কুলদীপ, চ‍্যাহাল, ওয়াশিংটন সুন্দরের মতো স্পিনার থাকলেও ভারতকে এখন স্পিন বাঁচিয়ে চলতে হচ্ছে।

রাঁচিতে ২১ রানে ম্যাচ হেরে ভারত এখন কঠিন জায়গায়। এখানে জিতলে সিরিজে ভেসে থাকা যাবে। নাহলে নিউজিল্যান্ডের হাতে সিরিজ ছেড়ে দিতে হবে। যাঁরা একদিনের সিরিজ ৩-০-তে হেরেছে। হার্দিক রাঁচি ম্যাচের পর বলেছেন, তাঁরা ওখানে উইকেট দেখে অবাক হয়েছেন। ভাবেননি বল এতটা টার্ন করবে। তবে এটাও মেনে নিয়েছেন যে, তাঁরা নিউজিল্যান্ডকে বাড়তি রান দিয়েছেন। নিউজিল্যান্ড ১৫৫/৯ থেকে ১৭৬ পর্যন্ত চলে গিয়েছিল। এটাই পরে কাল হল।

প্রথম ম্যাচে ভারতের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে। ঈশান, শুভমন রান পাননি। ওয়াশিংটন দুটি উইকেট নেওয়ার পর ৫০ রান করেছেন। তবে সূর্য ৪৭ রান না করলে ভারতের হারের ব্যবধান আরও বাড়ত। হার্দিকও ২১ রান করেছেন। এই দু’জন আউট হয়ে যাওয়ার পর ভারতের জয়ের আশা দ্রুত বিলীন হয়ে যায়। হার্দিকের দলের জন্য মুশকিল হয়েছে এটাই যে, তেমন ভাল পার্টনারশিপ হয়নি। যেটা কিউইদের ক্ষেত্রে হয়েছে। হার্দিক পরে বলেছেন, তাঁর আর সূর্যর পার্টনারশিপের সময় মনে হয়েছিল ম্যাচটা তাঁরাই জিতবেন। কিন্তু নিউজিল্যান্ড গোটা পঁচিশ রান বেশি করে ফেলেছিল! এর আগে ডেভন কনওয়ে ও ডারিল মিচেলের জোড়া হাফ সেঞ্চুরি নিউজিল্যান্ডকে বড় রানে পৌঁছে দিয়েছিল। এরপর স্যান্টনার ও ব্রেসওয়েল দুটি করে উইকেট নিয়ে ভারতকে হারের দিকে ঠেলে দেন।

৫০ হাজার লোক ধরে লখনউয়ের এই স্টেডিয়ামে। এখানে মোট ৫টি টি-২০ ম্যাচ হয়েছে। ভারত দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। পরিসংখ্যান বলছে এই মাঠে ভারতের সাফল্যের হার শতকরা একশো শতাংশ। আজ মাঠে নামার আগে এটাই মনোবল বাড়াবে হার্দিকের দলের। নবাবের শহরে না জিতলে রক্ষে নেই তাঁর দলের।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version