Friday, August 22, 2025

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তৃতীয় ম‍্যাচে শতরান করেছেন রোহিত শর্মা। প্রায় তিন বছর পর শতরান এসেছে হিটম‍্যানের ব‍্যাট থেকে। আর এই নিয়ে সম্প্রচারকারী চ্যানেলে রোহিতকে প্রশ্ন করলে বিরক্ত হন রোহিত। সেই সময় তিনি ম্যাচের সংখ্যার কথা তুলে ধরেন। আর এবার এই নিয়ে রোহিতের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রচারকারী চ‍্যানালের এই প্রশ্নতে ক্ষুব্ধ অশ্বিন।

এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন,” সম্প্রচারকারীদের ব্যাপারে একটা দারুণ কথা বলেছে রোহিত। সাধারণ মানুষের কাছে কোনও পরিসংখ্যান তুলে ধরার আগে দায়িত্ববোধ থাকা দরকার। এই বিষয়ে আগে অনেক কথা বলেছি। যদি পিছন ফিরে তাকান, তা হলে দেখতে পাবেন এই বিষয়ে বিরাট কোহলিকে নিয়ে কত কথা হয়েছে। চার বছর শতরান না করা নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করতে যান, কোহলি নিশ্চিত ভাবে বলবে, ‘চার বছরের মধ্যে আট মাস অতিমারি ছিল, তারপর আমি বিরতি নিয়েছি।’ নির্দিষ্ট ক্রিকেটার সঠিক ভাবে ব্যাপারটা বুঝিয়ে দেবে আপনাকে।

এখানেই না থেমে অশ্বিন আরও বলেন,” আপনারা সবসময় সমর্থকদের বলে যান, অমুক তিন বছর, অমুক চার বছর শতরান পায়নি। কিন্তু যারা আসল সমর্থক এবং যারা নির্বাচক তারা কিন্তু সত্যিটা জানে। সাধারণ মানুষের কাছে জোর করে একটা মিথ্যা তথ্য তুলে ধরা হচ্ছে। এতে একজন যোগ্য ক্রিকেটারকে অহেতুক সমালোচনার মুখে পড়তে হবে। রোহিত ২০১৯ বিশ্বকাপে পাঁচটা শতরান করেছিল। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছিল। তাই ওকে নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই।”

Related articles

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...
Exit mobile version