ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী ‘নাটক’ করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবার রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী। পরিযায়ী পাখির মতো বাংলায় রাজনৈতিক পর্যটক নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর শুরুর আগেই তৃণমূলের পঞ্চবাণ। রাজ্যের শাসক দলের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে বলা হয়েছে, ‘বাংলা আপনার নাটকের মঞ্চ নয়। যদি সাহস থাকে তাহলে বাঙালির মনের জ্বলন্ত ৫ প্রশ্নের উত্তর দিন।’
প্রশ্ন ১:
কোন অধিকারে সংবিধানের ১৩০-তম সংশোধনী বিল আনতে চাইছে কেন্দ্র? যেখানে ৫৮৯২টি মামলার মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গত ১০ বছরে দোষী সাব্যস্ত হয়েছে ৮টিতে। কনভিকশন রেট ০.১৩ শতাংশ। তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে পরিসংখ্যান তুলে জানানো হয়েছে ২৫ জন বিরোধী নেতার মধ্যে ২৩ জন বিজেপিতে যোগ দিতেই তদন্ত বন্ধ হয়ে গিয়েছে। বিজেপির ২৪০ জন সাংসদের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে, যাঁদের মধ্যে ৬৩ জন আবার গুরুতর অপরাধে অভিযুক্ত। মোদি মন্ত্রিসভায় ২৮ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। ১৯ জনের বিরুদ্ধে খুন, অপহরণ, মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ-সহ বিষয়ের মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে এই নয়া দমন পীড়নের বিল আনার মাধ্যমে বিরোধীদের যে টার্গেট করা হবে সে উদ্দেশ্য একেবারেই স্পষ্ট।
প্রশ্ন ২:
যে ভোটার তালিকার ভিত্তিতে ২০২৪ সালের লোকসভা নির্বাচন হল তাতে কী ত্রুটি ধরা পড়ল যে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিসন জরুরি হয়ে পড়ল? আর যদি ত্রুটিপূর্ণ ইলেক্টরাল রোলে ভোট হয়ে থাকে তাহলে তো সেই ভোটারদের ভোটে নির্বাচিত হওয়া নরেন্দ্র মোদির তো প্রধানমন্ত্রী থাকার অধিকারই নেই। সেক্ষেত্রে মন্ত্রীদের পদত্যাগ করা উচিত, লোকসভাও ভেঙে দেওয়া উচিত বলে এদিন ফের আক্রমণ শানিয়েছে এ রাজ্যের শাসক দল।
প্রশ্ন ৩:
দিল্লি পুলিশ (Delhi police) বলেছে বাংলা হচ্ছে বাংলাদেশি ভাষা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন ,বাংলা নামে কোনও ভাষা নেই। বাংলা ভাষার এত বড় অপমান কি আপনারা সমর্থন করেন? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে মোদি বা বিজেপিকে কি দেশবিরোধী বলা যায় না? এই প্রশ্নের পাশাপাশি ন্যাশনাল অ্যান্থেম ও ন্যাশনাল সং দুটিই যে বাংলাতেই লেখা সে কথা উল্লেখ করা হয়েছে তৃণমূলের পোস্টে।
প্রশ্ন ৪:
আপনারা বলেছেন ‘বিকশিত ভারত’ ‘বিকশিত বাংলা’ ছাড়া সম্ভব নয়। তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন প্রত্যেকটা মুহূর্তে বঙ্গভাষীদের হেনস্থার শিকার হতে হচ্ছে? কেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে? এর জবাব কে দেবে?
প্রশ্ন ৫:
কেন্দ্রের কাছে বাংলার বকেয়া ১ লক্ষ ৯৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। মনরেগা, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনার পর জল জীবন মিশনেও টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলও কি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা নয়?
–
–
–
–
–