বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই দুপুর দুটো JEE মেধা তালিকা প্রকাশের কথা জানা যায়। কিন্তু তার আগেই ওয়েব সাইটে মেধা তালিকা প্রকাশ করে দেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সফলদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয় ২৭ এপ্রিল। ৫ জুন জয়েন্ট এন্ট্রান্সের JEE ফল প্রকাশের প্রস্তুতি সেরে ফেলেছিল বোর্ড। কিন্তু ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। শীর্ষ আদালতের নির্দেশে এদিন জট কেটেছে। প্রায় ৪ মাসের মাথায় ফল প্রকাশ হল। তার পরেই দুপুর ২ টোয় জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ করা হবে। বিকেল ৪টেয় সরকারি কলেজগুলির ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে।
এবার প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থানে কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বাসু। চতুর্থ স্থানেও কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের অরিত্র রায়।
সফলদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,
“রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন।
যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব।
আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরী হল। কিন্তু আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।“
আরও খবর: রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের
–
–
–
–
–
–