Sunday, November 9, 2025

বীরভূমে নতুন দুটি থানা! মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মুখ্যমন্ত্রীর

Date:

সোমবার বীরভূমে (Birbhum) পৌঁছনোর আগেই আরও দুটি পুলিশ থানা (Police Station) তৈরির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মহম্মদ বাজার (Muhammad Bazar) থানাকে ভেঙে মোট তিনটি থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল মহম্মদ বাজার, রামপুর (Rampur) এবং দেউচা (Deucha)।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মহম্মদ বাজার থানা এলাকার মধ্যেই পড়ে দেউচা পাচামি কয়লা খনি এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগেই জানিয়েছেন এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে দেউচা। সেখানে বড় বিনিয়োগ আসতে চলেছে। পাশাপাশি বিপুল কর্মসংস্থানও হবে। সেকারণেই সেখানে আইনশৃঙ্খলা বজায় রাখা প্রধান লক্ষ্য। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই যাতে সবকিছুই ঠিকঠাক চলে তার জন্যই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে খনি এলাকায় অশান্তি অনেকটাই কমবে বলে মত রাজনৈতিক মহলের। তবে রাজ্যে বড় থানা এলাকা ভেঙে নতুন থানা গঠনের ধারা নতুন নয়। এর আগে উত্তর ২৪ পরগনার একাধিক থানা ভাঙা হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল বীরভূমের নাম।

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আজ বিকেলেই বোলপুর পৌছানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুরে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে বোলপুরের সরকার ডাঙা হেলিপ্যাডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে বোলপুরেই থাকবেন তিনি। মঙ্গলবার মালদহের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর ঘিরে নিরাপত্তা থেকে সভাস্থল তৈরির প্রস্তুতি চলছে জোরকদমে। আর মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগে এমন ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 

 

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version