Sunday, August 24, 2025

ভারতকে লুট করা হচ্ছে জাতীয় পতাকার আড়ালে: আদানিকে পাল্টা তোপ হিন্ডেনবার্গের

Date:

Share post:

বিদেশি সংস্থা হিন্ডেনবার্গে রিসার্চ রিপোর্ট(hindenburg research report) প্রকাশে আসার পর কার্যত ধস নেমেছে গৌতম আদানির(Gautam Adani) সংস্থার শেয়ারে(share market)। বিপুল পরিমাণ সম্পদ খুইয়েছেন বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে মার্কিন এই সংস্থার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ধনকুবের আদানি। তিনি দাবি করেছেন পরিকল্পিতভাবে ভারতকে আক্রমণ করতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। মন্তব্যের পর এবার পাল্টা তোপ দাগলো হিন্ডেনবার্গ। সংস্কার দাবি, ‘জাতীয় পতাকার আড়ালে ভারতকে লুট করছেন আদানি। দেশের প্রতি আক্রমণের বিষয়টি প্রচার করে অভিযোগের তীর ঘোরানোর চেষ্টা হচ্ছে।’

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিপুল ক্ষতির মুখে পড়ে রবিবার ৪১৩ পাতা একটি রিপোর্ট প্রকাশ করা হয় আদানি গ্রুপের তরফে। যেখানে দাবি করা হয়, “এটি নিছক কোনও নির্দিষ্ট সংস্থার উপর একটি অযৌক্তিক আক্রমণ নয়,বরং ভারত ও ভারতীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, অখণ্ডতা ,গুণমান, আর্থিক বৃদ্ধি ও উচ্চাকাঙ্ক্ষার ওপর পরিকল্পিত আক্রমণ। নানাক্ষেত্রে উন্নতি করছে ভারত, কিন্তু ভারতের এগিয়ে যাওয়া নিয়েও নেতিবাচক মন্তব্য করা হয়েছে এই রিপোর্টে।”

আদানির সংস্থার তরফে এই বিবৃতির পর পাল্টা ওই মার্কিন সংস্থার তরফে জানানো হয়, “ভারতের উন্নতির সঙ্গে নিজের আর্থিক বৃদ্ধিকে জুড়তে চাইছেন আদানি। আমরা মনে করি, ভারত ভবিষ্যতের সুপারপাওয়ার দেশ। তবে ভারতের উন্নতিতে বাধা সৃষ্টি করছেন আদানি নিজেই। গায়ে জাতীয় পতাকা জড়িয়ে দেশকে লুট করছে আদানি গ্রুপ। বিশ্বের ধনীতম ব্যক্তিও যদি প্রতারণার সঙ্গে যুক্ত থাকে, তাহলেও তাঁর অপরাধের গুরুত্ব কমে যায় না।” পাশাপাশি সংস্থার তরফে আরো জানানো হয়, সম্পত্তির আচমকা বৃদ্ধি নিয়ে ৮৮টি প্রশ্ন করা হয়েছিল আদানি গ্রুপকে। তার মধ্যে ৬২টি প্রশ্নের সদুত্তর দিতে পারেনি সংস্থাটি।

উল্লেখ্য, হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্টের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের বাজারে। শুক্রবারই ব্ল্যাক ফ্রাইডে-র সাক্ষী হয়েছে বাজার। আদানি গোষ্ঠীর স্টকে প্রায় ১৯ শতাংশ পতন দেখেছে বাজার। সোমবারও একই পরিস্থিতি হয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে।

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...