Sunday, August 24, 2025

“বেশি বাড়াবাড়ি করলে অভিষেকের সঙ্গে কথোপকথন ফাঁস করব”, তৃণমূল নেতার নিশানায় হিরণ

Date:

Share post:

তৃণমূলের দফতরে সোফায় বসে বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই ছবিতেই হিরণের সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে তৃণমূল নেতা অজিত মাইতিকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। এই ছবি পুরোনো নয়, তা কার্যত নিশ্চিত। জানা গিয়েছে, ছবিটি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরের।

ভাইরাল ছবি নিয়ে বিতর্কের মাঝেই খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ দাবি করলেন, তাঁর ছবি রিলিজ করতে দেওয়া হবে না বলেও নাকি হুমকি দেওয়া হয়। হিরণের কথায়, ভোটে জেতার পর তাঁকে জানিয়ে দেওয়া হয় হিরণ কোনও ছবি করলে সেই ছবি রিলিজ করতে দেওয়া হবে না। প্রোডিউসারদের শিরদাঁড়া কি আদৌ সোজা রয়েছে? এখানেই থেমে থাকেননি হিরণ। তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, “ওরা আমর ফটো নিয়ে রাজনীতি করছে। এরপর ভিডিও নিয়ে আসবে। আরও অনেক কিছুই নিয়ে আসবে।”

এদিকে, হিরণের এমন মন্তব্য নিয়ে পাল্টা সরব হলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটার অজিত মাইতি। এ প্রসঙ্গে তিনি বলেন, “হিরণকে কাজ দেওয়া হচ্ছে না এটা সত্য নয়। ও কাজ করার যোগ্যতা হারিয়েছে। কারও যোগ্যতা যদি না থাকে তাহলে তাকে কি প্রোডিউসার নিয়ে নেবে? উনি এমন কোনও নায়ক হয়ে যায়নি যে মানুষ ওকে নিয়ে মাতামাতি করবে। হিরণ ভদ্রতার সীমা পার করেছে। ছবি দিয়েছি। এখন উনি যদি বাড়াবাড়ি করেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে উনি যা যা বলেছেন সব কথোপকথন প্রকাশ্যে নিয়ে আসব। এক ঘণ্টা কুড়ি মিনিট কথা হয়েছে। তার পরেও যদি এও বলে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে তাহলে উনি আদালতে তা চ্যালেঞ্জ করুন। আ

 

মরা তৈরি।”

 

spot_img

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...