Saturday, November 8, 2025

বইপ্রেমীদের মহোৎসব কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবার ৪৬তম বছর। আজ দুপুর দুটোয় বইমেলা প্রাঙ্গণে ২০২৩-এর বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট মানুষ। এবারের থিম কান্ট্রি স্পেন। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকবে মেলা।

আরও পড়ুন:আজ বইমেলা উদ্বোধনের পরই জেলা সফরে রওনা দেবেন মুখ্যমন্ত্রী

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার অনেক বেশি প্রকাশন সংস্থা অংশগ্রহণ করছে। অংশ নিচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান সহ বিশ্বের প্রায় ২০টি দেশ। প্রথমবার অংশ নিচ্ছে থাইল্যান্ড। থাকছে বাংলাদেশের ৭০টি প্রকাশন সংস্থা। ৪ ফেব্রুয়ারি পালিত হবে বাংলাদেশ দিবস। আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। চলছে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ প্রকাশের শতবর্ষ। বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়েছে চিলড্রেন প্যাভেলিয়ন। ৫ ফেব্রুয়ারি বইমেলায় পালিত হবে শিশুদিবস।


বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিভিন্ন লেখকের নানা বিষয়ের বই। বেরোচ্ছে বেশকিছু পত্রিকার বিশেষ সংখ্যা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মহানগর বুঁদ হয়ে থাকবে বই মহোৎসবে। মেলার কয়েকদিন বইপ্রেমীদের আসা-যাওয়ার সুবিধার্থে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এর জন্য সল্টলেকের ময়ূখ ভবন কমপ্লেক্সে অস্থায়ী ভাবে আরও একটি বাস টার্মিনাস তৈরি করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য থাকছে বিশেষ পুলিশি ব্যবস্থা।

 

Related articles

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক সেলের নয়া কমিটি ঘোষণা তৃণমূলের

তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতির নিয়োগ, জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতিদের তালিকা এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাধ্যমিক...
Exit mobile version