Thursday, August 21, 2025

সুরক্ষিত টেটের OMR শিট! পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বিভ্রান্তি ওড়ালেন পর্ষদ সভাপতি

Date:

Share post:

পরীক্ষার্থীদের (Exam Candidates) কোনোভাবেই বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই। ২০২২ সালের টেটের ওএমআর শিট (TET OMR Sheet) সুরক্ষিত রয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে সমস্তরকম বিভ্রান্তি ওড়ালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি (Primary Education Council) গৌতম পাল (Goutam Paul)। তিনি এদিন সাফ জানিয়ে দেন, পরীক্ষার্থীদের আসল উত্তরপত্র বা ওএমআর শিট সুরক্ষিত রয়েছে পর্ষদের কাছেই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে উত্তরপত্রের কথা বলছে তা আসলে ওএমআর শিটের প্রতিলিপি। এরপরই পর্ষদ সভাপতি সাফ জানিয়ে দেন, এসব কিছুর দায় কখনোই পর্ষদের উপর বর্তায় না।

উল্লেখ্য, ২০২২ সালে প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়ি থেকে ওএমআর শিট উদ্ধারের পর একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছিল। আর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত বিভ্রান্তি উড়িয়ে দিলেন গৌতম পাল। তিনি আশ্বাস দেন যথাসময়ে টেট পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল জানতে পারবেন। এরপরই পর্ষদ সভাপতি জানান, টেট পরীক্ষা কতটা সুরক্ষিতভাবে নেওয়া হয়েছিল তার সবটুকুই আদালত জানে। পাশাপাশি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া যে কড়া নিরাপত্তার মধ্যে চলছে তাও এদিন পরিষ্কার করে দেন তিনি।

গত ১১ ডিসেম্বরই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় টেটের নিয়োগের পরীক্ষা। পরীক্ষা দিয়েছিলেন কয়েক লক্ষ টেট পরীক্ষার্থী। সেই পরীক্ষারই ১৮৯টি উত্তরপত্রের প্রতিলিপি এবং অ্যাডমিট কার্ড কুন্তলের ফ্ল্যাটে পাওয়া গিয়েছে বলে রবিবার জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তারপরই ঘটনায় পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই সোমবার সবকিছুর জবাব দিলেন পর্ষদ সভাপতি। গৌতম পাল জানান, প্রত্যেক পরীক্ষার্থীকেই একটি করে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল। আর সেই প্রতিলিপি যদি কোনও পরীক্ষার্থী কারও হাতে তুলে দিয়ে থাকেন তবে তার জন্য পর্ষদ কোনওভাবেই দায়ী নয়।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...