গুজরাট দা*ঙ্গা (Gujrat) ও নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র (BBC Documentary) ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন’-এর (India: The Modi Question) সম্প্রচার (Broadcasts) ভারতে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সরকারি এই সিদ্ধান্তের বিরোধিতায় ইতিমধ্যেই দায়ের হয়েছে জনস্বার্থ মামলা (PIL)। ইতিমধ্যে জরুরি নির্দেশিকা জারি করে দেশের যাবতীয় সমাজমাধ্যম থেকে বিবিসির ‘বিতর্কিত’ তথ্যচিত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আর এরপরই কেন্দ্রের বিজেপি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন আইনজীবী এমএল শর্মা (ML Sharma)। তিনি জানিয়েছেন, তথ্যচিত্রটিতে নিষেধাজ্ঞা জারি করার এই সিদ্ধান্ত চরম ‘স্বেচ্ছাচারপ্রসূত’ এবং ‘অসাংবিধানিক’। পাশাপাশি এই বিষয়ে আরও একটি মামলা রুজু করেছেন বিশিষ্ট সাংবাদিক এন রাম (N Ram) এবং আইনজীবী প্রশান্ত ভূষণ (Prashant Bhushan)। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি সেই মামলার শুনানি হবে।
আইনজীবী সিইউ সিং (CU Singh) শীর্ষ আদালতে অভিযোগ জানিয়ে বলেন, তথ্যপ্রযুক্তি আইনের জরুরি ক্ষমতা প্রয়োগ করে সমস্ত সমাজমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিবিসির তথ্যচিত্রটি। দেশের বহু বিশিষ্ট মানুষ তথ্যচিত্রটি সমাজমাধ্যমে শেয়ার করার পর সেগুলো তুলে নেওয়া হয়। পাশাপাশি তথ্যচিত্রটি দেখাতে গিয়ে বাধার মুখে পড়েন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও।
এদিকে আইনজীবী এম এল শর্মা এবং আইনজীবী সিইউ সিং সংশ্লিষ্ট জনস্বার্থ মামলাগুলি দ্রুততার সঙ্গে শুনানির আবেদন জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি পি এস নরশিমা এবং বিচারপতি জে বি পরদিওয়ালার বেঞ্চ। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী সোমবার মামলাটি শুনবেন তিন বিচারপতির বেঞ্চ।